Category: নোট

  • তিথী

    এসো সখি, চোখের ভিতর আকাশ; আকাশে ডানা মেলে উড়ে বেড়াও-
    ভালবাসিবার এমন সুযোগ হয়তো আর হবে না।

  • আঁতুর ঘর

    ইনবক্স নোটিফিকেশনে লাল রঙ্গে ১ লেখা দেখে ক্লিক করলো মালিহা, চাঁদ রাতে যেন পূর্ণিমার আলো ছড়ালো তার মনে।
    জয় সুন্দর একটা স্টিকার পাঠিয়েছে, তাতে লেখা “আই লাভ ইউ”…

    খুশিতে আত্মহারা হয়ে কতক্ষন লাফালাফির পর নিজেকে কিছুটা গুছিয়ে নিয়ে রিপ্লাই দিল-
    ” কী বলছো এসব! আমি কল্পনায়ও ভাবি নি।”

    জয়ের ধারনা ছিল মালিহা রিজেক্ট করবে, আরও খারাপ কিছু বলবে ভেবে রেখেছিল। তাই পূর্ব পরিকল্পিত “ঈদ মোবারক” লেখা স্টিকারটি পাঠিয়ে বলল ” স্যরি, ভুলে আগের স্টিকারটা চলে গেছে।”

    আঁতুর ঘরেই মৃত্যু হলো একটি মধুর প্রেম কাহিনীর।

  • বঙ্গভূমি

    হৃদয়ের গহীনে-
    অতীব যতনে,
    রয়েছো তুমি-
    হে বঙ্গভূমি।

    অ থেকে চন্দ্রবিন্দু-
    শুণ্য থেকে অসীম সিন্ধু,
    রয়েছো তুমি-
    হে বঙ্গভূমি।

    আদি থেকে অন্ত-
    সীমা থেকে দিগন্ত,
    রয়েছো তুমি-
    হে বঙ্গভূমি।

    ভোরের আলোয়-
    রাতের কালোয়,
    রয়েছো তুমি-
    হে বঙ্গভূমি।

    নজরুলের কাব্যে-
    জয়নুলের চিত্রে,
    রয়েছো তুমি-
    হে বঙ্গভূমি।

  • ন্যায্য অধিকার

    ত্রাণ নয় সখি, আমি আমার ন্যায্য প্রেম চাই।

  • উত্তর-দক্ষিন

    সখি, তোমার বাড়ীর উত্তরের রাস্তায় প্রেম ছিটাইলাম
    আর তুমি কিনা প্রেম খুঁজে যাও দক্ষিনের সমুদ্রে!


    #সখি #প্রেম #উত্তর #দক্ষিন #সমুদ্র #রাস্তা

  • অদেখা

    প্রিয়তমেষু অদেখা,
    সত্যি যদি কোনদিন ভালবেসে সামনে দাঁড়াই, চিনতে পারবে তো…?
    – জয় কল্যাণীয়েষু

    #প্রিয়তমেষু #অদেখা

  • ভালোবাসি

    ক্রাশকে লিখলাম “কেমন আছেন? ভালোবাসেন?”
    ক্রাশ উত্তর দিলো “জ্বী, আপনি?”
    সাথে সাথে উত্তর দিলাম “আমি তো সেই কবে থেকেই ভালোবাসি আপনাকে”।

    তারপর থেকে আর ম্যাসেজ যাচ্ছে না, ম্যাসেঞ্জার কি আবারও ডাউন?

  • পজিটিভ

    বর্ষা দেখা হলে বা ফোনে কথা বলার সময় প্রতিদিনই নানা সমস্যার কথা বলে, এসব দেখে দেখে বিরক্ত হয়ে রিপন একদিন বললো-
    তোমার কাছে কি পজিটিভ কিছু নাই? এদিকে বউয়ের জ্বালা, আর ঐ দিকে তোমার মুখে সারাক্ষন এতো এতো নেগেটিভ কথা শুনতে আর ভালো লাগছে না।

    তারপরের দিন বর্ষা ফোন করে বললো- বেবী, তোমার জন্য একটা পজিটিভ নিউজ আছে।
    রিপন উৎফুল্ল কন্ঠে বললো- তাই! তা কী সে খুশীর সংবাদটা বেইব?
    বর্ষা- প্রেগনেন্সি টেস্ট করিয়েছিলাম, রিপোর্ট পজিটিভ আসছে 🥰💃.

    পজিটিভ নিউজ পেয়ে তো রিপন এর মাথা নষ্ট, এদিকে বউয়ের সামনে সে নিষ্পাপ, ভোলভালা মানুষ। এখন যদি এসব ফাঁস হয় তাহলে তার কপালে সত্যিই দুঃখ আছে, বউ বাচ্চাদের নিয়ে নির্ঘাৎ বাপের বাড়ী চলে যাবে। তড়িঘড়ি করে বললো তুমি কোথায় আছো, আমি এক্ষুনি দেখা করতে চাই। দেখা হওয়ার পর বেশ কিছুক্ষন আলাপের পর বর্ষা বললো- বাবু, শোনো, আরো একটা পজিটিভ নিউজ আছে।
    রিপন – আবার পজিটিভ নিউজ!
    বর্ষা – এই দেখো, এখনই ম্যাসেজ আসলো, আমি কোভিড পজিটিভ। রিপন কাঁদতে কাঁদতে বাড়ীর দিকে রওয়ানা হলো।

    সেদিন আর তাদের মধ্যে কোন কথা হয়নি, রিপন বাসায় গিয়ে ফোন অফ করে ঝিম মেরে বসে ছিলো। বউ-বাচ্চার দিকেও একবার ফিরে তাকায় নি, ভিতরে তার ধরা খেয়ে যাওয়ার ভয় কাজ করছিলো।

    পরদিন সকালে ফোন খুলে দেখে বর্ষা একটা মেডিকেল রিপোর্ট এর ছবি তুলে পাঠাইছে।
    সাথে বর্ষা লিখেছে- বাবু, আরো একটা পজিটিভ নিউজ। আমাদের দু’জনেরই HIV পজিটিভ।

  • তোমায় পারবে না নিতে কাড়িয়া

    লেট নাইট অফারে ছেলে-মেয়ের কথপোকথন চলছে।
    ছেলেঃ-
    জেল-জুলুম-হুলিয়া
    আমায় পারবে না রাখতে ধরিয়া,
    কারফিউ-ধর্মঘট কোন ধারা
    তোমায় পারবে না নিতে কাড়িয়া।
    মেয়েঃ- জান, আমার করোনা পজিটিভ। 😢
    ছেলে সাথে সাথে লাইন কেটে ৩টা কল দিলো, কলগুলো ছিল এমন-
    পুলিশ – আমি খুন একটা করেছি, প্লিজ আমাকে গ্রেফতার করেন এসে।
    মাদক নিরাময় কেন্দ্র – আমি মাদকাসক্ত, প্লিজ আমাকে এসে নিয়ে যান।
    হেমায়েতপুর – আমি গারদ হয়ে গেছি, প্লিজ আমাকে আপনাদের পাগলে নিয়া আটকে রাখেন।

  • ফাঁকি

    তোমার ঠোঁটে এঁকে দিব কলঙ্ক, তারপর সখি-
    দেখব কি করে দেও ফাঁকি?