তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ।
“সৎ সঙ্গে সর্গবাস,
অসৎ সঙ্গে সর্বনাশ।”
তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ।
“সৎ সঙ্গে সর্গবাস,
অসৎ সঙ্গে সর্বনাশ।”
প্রেমিকা – গার্লফ্রেন্ড সাথে নিয়া হাঁটতেছো তার মধ্যেও অন্য মেয়ের দিকে তাকাও, তোমার তো স্বভাব নষ্ট।
প্রেমিক – ঠিক বলছো, এতোকাল অভাবে স্বভাব নষ্ট হয়ে গেছে। তবে চেষ্টা করতেছি তুমি সাথে থাকলে আর অন্য মেয়েদের দিকে তাকাব না।
ঢাকা থেকে সিলেটগামী একটি বাসের দৃশ্য-
বি২ তে বসে আছেন সুন্দরী এক রমনী, বেশ পরিপাটি গোছানো রমনীকে দেখে যেকোন পুরুষই প্রেমে পড়তে বাধ্য। বি১ এ বসে থাকা তার প্রেমিক পুরুষটি প্রেমিকার উপর প্রচন্ড অখুশী কারন সুন্দরী কেন যেন বারবার ডি৩ তে থাকা যুবকের দিকে কেমন করে তাকাচ্ছে।
যুবকও বিষয়টা আঁচ করার পর থেকে তাদের মধ্যে চোখে চোখে কথা হচ্ছে।
বাসের যে ক’জন যাত্রী বিষয়টা খেয়াল করেছেন তাদের ভিতরে কানাঘুষা শুরু হয়ে গেছে, কানাঘুষাকে কলরবে পরিনত করে এক সময় সুন্দরী রমনী উঠে এসে যুবকের পাশে বসল।
যাত্রা শেষে জানা গেলো মেয়েটা গোয়েন্দা পুলিশ আর যুবক ইয়াবা ব্যবসায়ী।