ꠎꠄ ꠇꠟ꠬ꠟꠣꠘ

স্বাধীন

ছেলেটির নাম ছিল স্বাধীন, কোনও একদিন ছাত্রলীগের- স্বাধীনতাকামীরা তাকে অধীকার করে নিল। সেই থেকে তার মা স্বাধীনতাহীন, সেই থেকে একটি দেশ এক দুঃখী মায়ের আবাসস্থল।

অপেক্ষা

এক গ্রামের মাঠে প্রায়ই খেলতে যাওয়া শিশুদের লাশ পাওয়া যাচ্ছিল, অনেক খোঁজাখুঁজির পর জানা গেলো মাঠ সংলগ্ন একটি গাছের ফল খেয়ে বিষক্রিয়ায় মারা যাচ্ছে বাচ্চারা।দেখতে

বঙ্গভূমি

হৃদয়ের গহীনে-অতীব যতনে,রয়েছো তুমি-হে বঙ্গভূমি। অ থেকে চন্দ্রবিন্দু-শুণ্য থেকে অসীম সিন্ধু,রয়েছো তুমি-হে বঙ্গভূমি। আদি থেকে অন্ত-সীমা থেকে দিগন্ত,রয়েছো তুমি-হে বঙ্গভূমি। ভোরের আলোয়-রাতের কালোয়,রয়েছো তুমি-হে বঙ্গভূমি।