সখি, এমন করে চিনবে তো পরজনমেও?
Category: সখি
সখিই প্রেম, প্রেমই সখি।
-
আফ্রোদিতি
সখি, প্রেমের দেবী আফ্রোদিতির জন্মের বহুকাল আগেই তোমাকে ভালবেসেছি।
-
সখি
ওরে প্রান সখি,
বলনা তোরে ছাড়া ক্যামনে একা থাকি… -
ডুব
আমি ডুবতে বসেছি সখি তোমার চোখের অথৈ জলে…
-
কান্না বুঝবে কী?
সখি, তুমি আমার হাসি বোঝ না, কান্না বুঝবে কী?
-
হারিয়ে যাওয়ার গান
হারিয়ে যাওয়ার কালেও তোরে যেন পাই সঙ্গে…সখি, একই সাথে হারাতে চাই এই বঙ্গে…