এমন করেই তুমি ব্যথা দিয়ে যাও সখি মোরে,
আমি তা বুকেতে আগলে রাখি পরম যতন করে।
Category: সখি
সখিই প্রেম, প্রেমই সখি।
-
ব্যথা
-
যাইয়ো না সখি
যাইয়ো না যাইয়ো না সখি একলা সুরমার পাড়ে,
পথে ঘাটে কত মানুষ! নজর লাগতে পারে। -
বসন্ত
হৃদয় ক্যালেন্ডারে বসন্ত পাতা খেয়ে নিয়েছে উঁই পোকায়,
সখি, শীত শেষে গ্রীষ্ম আসবে, আসবে না আর বসন্ত।
-
খেলো না
তুমি যেথায় খুশি সেথায় থাকো,
ভেড়ামারা বা ভেরোনা।
দোহাই সখি তোমার আল্লার,
মন নিয়ে এমন খেলো না। -
ফেরা
সখি, মেসি তো ফিরছে, তুমি ফিরবে কবে?
-
বহুগামী
সখি তুমি খাদিজার মত বহুগামী না হও,
আমিও না হই বদরুলের মত খুনী।
দু’জনা হই দু’জনার,
আমাদের হোক লাল-নীল সুখের সংসার। -
খবর
সখি তোমার চোখ
কতটা আলো ছড়ায়, কতটা ছড়ায় অন্ধকার
খবর রাখো কি? -
তোমার চোখে
সখি তোমার চোখের দিকে তাকিয়ে আমি
ভুল করে যাই খুব,
সাঁতার কাটতে যেয়ে তোমার প্রেমে দেই
ইচ্ছে মত ডুব। -
নাসির
সখি, কথা দাও নাসিরের মত ফিরে আসবে ঠিক।
-
জঙ্গি
সখি, তিনদিন খোঁজ নেই বলে জঙ্গির তালিকায় তুলে দিলে!