চলো সখি লকডাউনের এই জেলখানা থেকে দূরে কোথাও পালাই, কুতুবদিয়ায় বা নারিকেল জিঞ্জিরায় গিয়ে সংসার সাজাই।
Category: সখি
সখিই প্রেম, প্রেমই সখি।
-
ভালোবাসি ভালোবাসি
তোমাকে একদিন আপনি
করে ডাকবো, তুমি কি খুব
রেগে যাবে সখি?
রেগে গিয়ে আমার গায়ে
বালিশ ছুঁড়ে মারবে কি?
হাতের দামী ফোন,
অথবা তোমার চুল-
আঁচড়াবার নিরীহ চিরুনী?
নাকি আমার লম্বা চুল টেনে
কানের কাছে মুখ নিয়ে বলবে-
যে নামেই ডাকো আমায়
ভালোবাসি সে নামই।
#সখি #ভালোবাসি #এলোমেলোকথোপকথন -
সুদিনের প্রতীক্ষা
সখি, বিরহের এ প্রহর ক্ষণিকের-
এই মহামারি কেটে যাবে,
তোমার শহরে হুড খোলা রিক্সায়-
ভিজবো দু’জন ঝুম বৃষ্টিতে। -
সখি
সখি,
লিপস্টিকে না হয় ঠোঁট লুকালে,
চোখ লুকালে রোদ চশমায়,
মন লুকাবে কিসে!#সখি #লিপস্টিক #ঠোঁট #চোখ #চশমা #মন
-
তিথী
এসো সখি, চোখের ভিতর আকাশ; আকাশে ডানা মেলে উড়ে বেড়াও-
ভালবাসিবার এমন সুযোগ হয়তো আর হবে না। -
ন্যায্য অধিকার
ত্রাণ নয় সখি, আমি আমার ন্যায্য প্রেম চাই।
-
উত্তর-দক্ষিন
সখি, তোমার বাড়ীর উত্তরের রাস্তায় প্রেম ছিটাইলাম
আর তুমি কিনা প্রেম খুঁজে যাও দক্ষিনের সমুদ্রে!
#সখি #প্রেম #উত্তর #দক্ষিন #সমুদ্র #রাস্তা -
ফাঁকি
তোমার ঠোঁটে এঁকে দিব কলঙ্ক, তারপর সখি-
দেখব কি করে দেও ফাঁকি? -
একটা সন্ধ্যা চাই
প্রতিদিন সন্ধ্যার পরে যখন ডিএমপিআই এর সামনের রাস্তা দিয়ে রিক্সায় চড়ে আসি, তখন নিম গাছগুলোর নিচে জুটি বাঁধা প্রেমিক-প্রেমিকাদের চটপটি খাওয়া দেখে সত্যিই হিংসা হয়।
সখি, এসো একটা সন্ধ্যা প্রেম করি,
তারপর না হয় ভুলেই গেলে! -
হৃদয় ছুঁয়ে দেখলে না!
আমার হাত ছুঁয়ে দেখলে,
কপাল-ঠোঁট তা’ও ছুঁয়ে দেখলে,
সখি, একবার হৃদয় ছুঁয়ে দেখলে না!