Category: সখি

সখিই প্রেম, প্রেমই সখি।

  • গ্রাভিটি

    আমার সমস্ত আকর্ষণ তোমার দিকে,
    সখি তুমি আমার গ্রাভিটি।
    তুমি যদি হাল ছেড়ে দেও
    আমি তো তবে শুণ্যে ভাসি।

    #গ্রাভিটি আকর্ষণ #সখি #হাল #শুণ্য

  • ঈদ

    আজ কোন মাসের-
    কতো তারিখ জানি না সখি,
    তবে, আজ এ হৃদয়ে ঈদ।

    #ঈদ #মাস #তারিখ #সখি #হৃদয়

  • দাওয়াই

    আমার মাথা ব্যথার কারন তুমি
    সখি, তুমিই তাহার দাওয়াই।
    তোমার চোখের আগুনে জ্বলি
    সেই আগুনে দুঃখ পোহাই।
    
    #দশকিয়া #চতুর্বেদ #দাওয়াই #মাথা #ব্যথা #তুমি #সখি #চোখ #আগুন #দুঃখ
  • নিষিদ্ধ গন্ধম

    আমি সেই নিষিদ্ধ গন্ধম, আমাকে খেলেই তুমি স্বর্গ থেকে উচ্ছেদ হবে।

    তাই আমাকে খাওয়ার কু-মন্ত্রণা দিবে ইবলিশ, সখি তুমি ইবলিশের কু-মন্ত্রণা থেকে মুক্ত থাকো। আমাকে দেখা মাত্রই বলবে-

    আউজু বিল্লাহি মিনাশ শায়তানির রাজিম

    #ইবলিশ #উচ্ছেদ #গন্ধম #নিষিদ্ধ #শয়তান #সখি #স্বর্গ

  • প্রেমিক

    আমি পরিপূর্ণ কবি নই
    আমি পরিপূর্ণ ব্যবসায়ী নই
    আমি পরিপূর্ণ সাম্যবাদী নই
    আমি পরিপূর্ণ পুঁজিবাদী নই
    আমি পরিপূর্ণ ধার্মিক নই
    আমি পরিপূর্ণ নাস্তিক নই
    আমি পরিপূর্ণ ভেগান নই
    আমি পরিপূর্ণ মাংসাশী নই
    আমি পরিপূর্ণ মানব নই
    আমি পরিপূর্ণ দানব নই
    
    তবে সখি, জেনে রাখো-
    আমি পরিপূর্ণ প্রেমিক।
    
    #সখি #কবি #প্রেমিক #ব্যবসায়ী #সাম্যবাদী #পুঁজিবাদী #ধার্মিক #নাস্তিক #ভেগান #মাংসাশী #মানব #দানব
  • স্বীকারোক্তি

    এই যে আমি হারাইয়া যাইতেছি,
    আমারে অসুখে পাইতেছে।
    তুমি তার খোঁজ নিবা না?
    
    তুমিই তো আমার সকল অসুখের,
    সকল হারাইয়া যাওয়ার জন্য দায়ী।
    তোমার এ সব অপরাধের দায় নিবা না?
    
    সখি, আইসিসও তো তাদের অপকর্মের
    দায় স্বীকার করে।
    কেউ জানে না-
    তুমি তো আইসিসের চেয়েও ভয়ঙ্কর।
    
    #সখি #অসুখ #দায়ভার #আইসিস #খোঁজ #অপরাধ #অপকর্ম #ভয়ঙ্কর #দশকিয়া #দশদিগন্ত
  • তুমিই

    তোমার চোখেই আশ্রয় সখি,
    তোমার চোখেই সর্বনাশ।
    তুমিই আমার কাব্য সখি,
    তুমিই ছাইপাশ।
  • তুমিই

    তুমিই আমার সুরা সখি,
    তুমিই ধুম্রজাল।
    তুমিই আমার আশা সখি,
    তুমিই আমার কাল।
  • তৃষ্ণা

    তব তৃষ্ণায় বুক ফেটে যায় সখি,
    তুমি কবে বৃষ্টি হয়ে ঝড়বে আমার গায়?
    আকুল হয়ে বসে আছি তোমার প্রতীক্ষায়।

    #তৃষ্ণা #সখি #বৃষ্টি #প্রতীক্ষা

  • বাহু

    আন্তর্জালে নয়, জড়াতে চেয়েছিলাম সখি তোমার বাহুতে।
    #একাশশী #দশকিয়া #সখি #আন্তর্জাল #বাহু