রাতের আঁধার
সখি, দিনের আলোর মতো রাতের আঁধারও সত্য, তবু আমরা কেন দিনের আলোকেই কেবল সত্যি মনে করি? #সখি #রাত #আঁধার #দিন #আলো #সত্য
সখি, দিনের আলোর মতো রাতের আঁধারও সত্য, তবু আমরা কেন দিনের আলোকেই কেবল সত্যি মনে করি? #সখি #রাত #আঁধার #দিন #আলো #সত্য
তুমি আমারে ছাড়িলা ঠিকই, আমি তো তোমারে ছাড়িনি সখি।
প্রেম তো সখি শাঁখের করাত, আমার দিকে কাটছে দেখে হাসছো তুমি! তোমার দিকেও কাটছে দেখো চেয়ে সমান অনুপাত।
পাগলামী ও ভন্ডামির মোহনা আমি,আমিই ঈশ্বর ও শয়তানের মিলনস্থল।গন্ধম ভক্ষণকালে আমিই সেই স্বাক্ষী,আমিই মানব সভ্যতার স্বর্গচ্যুতির কারন। আমিই সাধু, আমিই চোর।আমিই আর্য্য আবার আমিই অসুর।
ভাটিতে সমুদ্র যদিও,আমার গন্তব্য-তুমি পাহাড়। সখি, তাই তো আমার-এই উজানে সাঁতার। #গন্তব্য #ভাটি #সমুদ্র #সখি #পাহাড় #উজান #সাঁতার #দশকিয়া #পঞ্চখন্ড
সখির চাই শাড়ী-চুড়ি, চুলের খোঁপা, কবির চাই কাব্য লেখার বিরহ। #চাহিদা #শাড়ী #চুড়ি #চুল #খোঁপা #কবি #কবিতা #কাব্য #বিরহ #লেখা
তোমার ঘুম ভাঙবে আমার বুকে, সখি, এই তো ছিলো প্রার্থনায়। তুমি সখি আমার হবে এতোটুকুও মিথ্যে নয়। #প্রার্থনা #সখি #ঘুম #বুক #দশকিয়া #ষড়ঋতু
তোমার সামনে দাঁড়িয়েআছে দেখো সখি, নতুন একটা মানুষ।তারে তুমি তোমার ভালোবাসায়শিক্ত করে নাও; তারেশুদ্ধ করে নাও। #শুদ্ধতা #ভালোবাসা #মানুষ #শিক্ত #শুদ্ধ #সখি #ষড়ঋতু #দশকিয়া
চল সখি,আরেকবার মান করি।আরেকবার তোকে ফিরে পাওয়ার,সুখে ভাসতে চাই। #সুখ #সখি #মান #চতুর্বেদ #দশকিয়া
আমি যেন দুর্বোধ্যকোন পৌরাণিক ভাষায়লেখা পাথুরে কবিতা,সখি, তুমি ছাড়া আরকেউ তার পাঠোদ্ধারকরতে পারবে না। #দুর্বোধ্য #পৌরাণিক #পাথর #কবিতা #সখি #পাঠ
রবি | সোম | ম | বুধ | বৃহ. | শু. | শনি |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | 30 |
সর্বস্বত্ব অসংরক্ষিত (পাগলা কপিরাইট)