Category: শিষ্য কহে

  • একটি কাল্পনিক চিঠি চাল-আচালি।

    সভাকবিকে লিখলাম-
    গুরু, পদক দেখালেই কি মুদিওয়ালা তেলের দাম ৮৬ টাকা রাখে? চালের দাম ১০ টাকায় খাচ্ছেন তো?
    নাকি বাজারে গিয়ে আমাদের মতো নিরীহ দোকানিদের গালমন্দ করে শুন্য হাতে ফিরে আসেন?

    উপরোক্ত চিঠিখানার উত্তরে কবি লিখলেন-
    পাছা বিক্রী করে ঢের কামিয়েছি বাছা, চালের দর, তেলের দর হাজার ছাড়ালেও সমস্যা হবে না।

    ফের চিঠিতে কবিকে জানালাম-
    বিক্রয়যোগ্য পাছা নেই গুরু।

    #কবি #সভাকবি #চাল #তেল #পাছা #চিঠি

  • নেতা

    যেমন আমার জনগন তেমন আমি নেতা…
    টাকা দিয়া ভোট কিনছি কি রাখতে দেয়া কথা…?
    ৫০ লাখ খরচ করে জিতছি নির্বাচনে…
    সব টাকা তুলতে হইব মাত্র ৫টা সনে…

    এমন করলে চলবে কি ভাই?
    লোভটা একটু সামলাও।

    কী যে বলিস!
    আমি কি আর একা খাই?
    মাথার উপর ছড়ি ঘোরায় কত নেতা,
    আছে অনেক আমলাও।

    জনগনরে বলদ পাইছো যদি মনে করো,
    সামনে অনেক বিপদ আছে ভেবে দেখো ভাই।

    ঐ ব্যাটা, ভয় দেখাস?
    জনগনকে আমরা কেয়ার করি থোরাই।