Category: বহু বছর আগে হারিয়েছি যাকে

  • খুঁজে পাবো না

    মেয়েটার বাবা আর্মিতে ছিলেন, সিলেট সেনানিবাসে কোয়ার্টার পাওয়ায় মা, বড় বোন আর ছোট ভাইয়ের সাথে বাবার কাছে যাচ্ছে তারা।

    আমি ঢাকা থেকে বাড়ী যাচ্ছি, সময় ২০০০-২০০১ হবে, ট্রেনে সামনাসামনি সিট।
    আমার পাশে এক ব্যবসায়ী বসে আছেন, তিনি টিকেট পান নাই, তবে সিস্টেম করে সিটটা দখল করে বসে আছেন।

    সকাল বেলা কদমতলী নেমে যে যার মত চলে গেলাম, তাকে আর খুঁজে পাবো না জেনেও একদিন আমি ক্যান্টনমেন্ট গেছিলাম।