তুমি কেবল আমাকেই ডিজার্ভ করো হে প্রিয়তমেষু।
#ডিজার্ভ #তুমি #প্রিয়তমেষু #একাশশী #দশকিয়া
সুখ মানেই প্রিয়তমেষু।
তুমি কেবল আমাকেই ডিজার্ভ করো হে প্রিয়তমেষু।
#ডিজার্ভ #তুমি #প্রিয়তমেষু #একাশশী #দশকিয়া
প্রিয়তমেষু হাফসা,
তুমি আমার প্রথম প্রেম নও, কিন্তু বিশ্বাস করো… তোমাতেই মরে যেতে চাই।
– জয় কল্যানীয়েষু
মাদক মামলায় তোমাকে গ্রেফতার করা হচ্ছে না কেন প্রিয়তমেষু?
তোমার চোখ জুড়ে যে মাদক, তাতে আমি নেশাতুর হয়ে যাই।
#মাদক #মামলা #গ্রেফতার #প্রিয়তমেষু #চোখ #নেশা #নেশাতুর #দশকিয়া #দ্বিপক্ষ
হৃদয় খুঁড়ে ভালোবাসা বের করে নিয়ে- সেখানে ঢেলে দিলে এক সুদীর্ঘ বেদনার নদী, প্রিয়তমেষু আমার, তোমার দেয়া এ বেদনা আমি পরম ভালোবাসায় রাখবো মৃত্যুবধী। #হৃদয় #ভালোবাসা #নদী #প্রিয়তমেষু #বেদনা #মৃত্যু #দশকিয়া #চতুর্বেদ
প্রিয়তমেষু গঙ্গা, হৃদয়টাকে অপবিত্র করে রেখেছি তোমাতে স্নান করে পবিত্র হবো বলে। #গঙ্গা #প্রিয়তমেষু #হৃদয় #স্নান #পবিত্র #একলাইনেরচিঠি
প্রিয়তমেষু সন্ধ্যা, আরেকটু ক্ষণ থাকো পাশে- ভালোবাসিবার দাও আরেকটু সময়। #সন্ধ্যা #ভালোবাসা #প্রিয়তমেষু #একলাইনেরচিঠি
প্রিয়তমেষু অধরা,
সর্বহারা এই ঠোঁটের কথা তুমি একদিন ভুলেই যাবে; তখন তোমার এই গোলাপী অধর ঘুরে বেড়াবে কোন পুঁজিপতির চুরুট আর শিশ্নতে।
প্রিয়তমেষু, তোমাকে নাম ধরে ডাকবার অধিকার চাই।
এই ভেজালের যুগে প্রিয়তমেষু কেবল-
আমার কাছেই পাবে প্রাকৃতিক প্রেম।
নির্ভেজাল ভালোবাসা।
আমার শূন্যতা তোমায় কুঁড়ে কুঁড়ে খাবে-
তা আমার সহ্য হবে না প্রিয়তমেষু,
তাই আমাকেই আমি সঁপে দিলাম তোমার হাতে।
তুমি আমাকে আগলে রাখবে তো?
নাকি অন্য সব মানুষের মতো,
অন্য সব নারীর মতো তুমিও,
তুমিও, একবার পেয়ে গেলে আমাকে,
আমাকে মনে হবে বিরাণ ভূমি?
আমাকে মনে হবে ভাঙ্গা কুলা?