Category: প্রাক্তন

প্রাক্তন একটি রম্য

  • উপেক্ষা

    ছোটবেলার উপেক্ষিত শাক, ছোট মাছ আর সিনেমার মাঝখানে চলে আসা লম্বা বিরক্তিকর বিজ্ঞাপনের মতো আমাকেও তোমার একদিন খুব প্রিয় মনে হবে।

    কিন্তু ততদিনে তোমার শরীর অতিরিক্ত চর্বির ভাড়ে নুয়ে পড়বে, চোখের জ্যোতি কমে আসবে, সিনেমা কিংবা বিজ্ঞাপন দেখার সময় হারিয়ে যাবে।

    সেই সাথে ভুলে যাবে আমার ইমেইল এড্রেস।

  • লিরা (প্রথমা)

    প্রিয়তমেষু লিরা,
    আজ খুব প্রয়োজনে সে বার বৈশাখী মেলা থেকে কেনা মাটির ব্যাংকটা ভাঙতে হলো,
    ব্যাংক ভেঙ্গে দেখি সেখানে কাগজের কিছু নোটের পাশাপাশি অসংখ্য পয়সা পড়ে আছে।
    পয়সাগুলো দেখে আমাদের বিচ্ছেদের সিদ্ধানত নেয়ার দিনটির কথা মনে পড়ে গেলো।

    সেদিন তুমি আলাপের শুরুটা করেছিলে এভাবে-
    আচ্ছা জয়, আমাদের এই সম্পর্কটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে বলতে পারো?
    আমি সেদিন বলতে পারিনি, কিছুই বলতে পারিনি। যা কিছু বলার, সব তুমি একাই বলেছিলে।

    নিশ্চয়ই বিরক্ত হচ্ছো? আজ এই অবেলায় তোমাকে এসব লিখছি কেন!
    এই ভেবে মেজাজও খারাপ হচ্ছে?

    তোমাকে শেষ বারের মতো বিরক্ত করার জন্য ক্ষমাপ্রার্থী।
    সেদিন তোমার যে প্রশ্নের উত্তর দিতে পারিনি, আজ সে প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছি।
    তাই এতো দিন পর আরেকবার তোমাকে জ্বালাতন করা।


    আমাদের সম্পর্কটা আসলে মাটির ব্যাংকে জমিয়ে রাখা পুরোনো পয়সা।
    যা আমি ন্যায্য মূল্যে কিনলেও আজ কারো কাছে তার কোন মূল্য নেই।

    টিকাঃ প্রেমিকার নামার্থে ব্যবহৃত লিরা শব্দটি নেয়া হয়েছে তুরস্কের মূদ্রার নাম “লিরা” থেকে।

  • প্রাক্তন

    আজকে অন্য এক প্রাক্তন এর গল্প, আমি লোকটাকে বিজনেস সাপোর্ট দিতাম।
    এতে উভয়ের সিচুয়েশন বরাবর উইন-উইন ছিল, মাস শেষে উভয়ের ৪০-৫০ হাজার টাকা প্রফিট হচ্ছিল।
    একদিন তাকে বুঝিয়ে বললাম কেন একজন পূর্ণ বয়স্ক, সুস্থ মানুষের নিয়মিত রক্ত দান করা উচিৎ। এরপর তার রক্তের গ্রুপ জেনে নিয়ে তাকে জানালাম রক্ত লাগলে তাকে যেন পাওয়া যায়।
    কিন্তু যখন সত্যি রোগী পাওয়া গেল, তখন সে রক্ত দিবে না বলে জানিয়ে দিল।
    আর, আমি তাকে জানিয়ে দিলাম এমন হারামিকে আমি সাপোর্ট দিব না।
  • গালিব ও প্রাক্তন

    প্রেমিকা একদিন প্রাক্তন হয়ে যাবে, এই ভয়ে গালিব আজও প্রেম করলো না।
    এই দেখে নবাব বললো- তা গালিব, প্রেম একটা করেই দেখো না। প্রাক্তন হলে তো প্রেমিকা একা হবে না, তুমিও প্রাক্তন হবে। প্রাক্তন-প্রাক্তনও তো আরেক প্রেম।
    
    এরপর সাহস করে গালিব তার বান্ধবীকে চিঠি লিখলো- প্রিয়, তুমি কি আমার প্রেমিকা হবে?
    ফিরতি চিঠিতে উত্তর এলো - আমরা বহু যুগের প্রেমিক যুগল গালিব, শুধু তোমার প্রাক্তন হয়ে যাওয়ার যে ভয়, তার জন্য আমরা তা প্রকাশ করিনি।
    
    #মির্জাগালিব #প্রাক্তন #প্রেম #চিঠি #বান্ধবী #প্রেমিকা #প্রেমিক
  • প্রাক্তন

    রহস্যের জট খুলেছে, প্রাক্তন বরিশালে যাচ্ছে তার বান্ধবীর বাড়ীতে।
    লঞ্চে নিরাপত্তার জন্য লাইফবয় দিচ্ছে জনপ্রতি, তা হাতে নিয়ে বান্ধবীকে পাশে দাঁড় করিয়ে রাতে সেলফি পাঠাইছে একটা।
    লাইফবয়+ফ্রেন্ড, এই ২ মিলে হলো বয়ফ্রেন্ড। প্রাক্তন আমার মিথ্যা বলে না।
    #প্রাক্তন #বরিশাল #বান্ধবী #লঞ্চ #নিরাপত্তা #লাইফবয় #সেলফি #ফ্রেন্ড #মিথ্যা

  • পল্টিবাজ

    ঘটনা হচ্ছে প্রাক্তন এর বিয়ের পর এই প্রথম দেখা, তারে বললাম চলো এবার চিল করি।

    সে বলে ছিঃ কী বলছো এসব? আমার তো বিয়ে হয়ে গেছে!

    অথচ, কথা ছিল বিয়ের আগে কিছু হবে না, যা হবার সব বিয়ের পরে হবে।

    বিয়ের পরে সোজা পল্টি নিলো!!!

    #প্রাক্তন#পল্টিবাজ

  • প্রাক্তন ও পুলিশ

    গত বছরের ঘটনা, জিইসি থেকে প্রাক্তন আর আমি

    সিএনজিতে আসতেছি একে খান, রেল গেইটে পুলিশ আটকে জিজ্ঞেস করলো আমরা কী হই।

    আমি ভাবতেছি কী বললে পুলিশও রাগ করবে না, প্রাক্তনও রাগ করবে না।

    আমি ভাবতে ভাবতেই প্রাক্তন বলে কাজিন।

    এখন পুলিশের প্রশ্ন সিলেট আর চিটাগং এ কাজিন হয় ক্যামনে!

    পুলিশের কথা শুনে আমি স্ট্যাচু! কাজিন ২ বিভাগে থাকতে পারে না?

    #প্রাক্তন #পুলিশ