Category: দেবী

  • কে তুমি?

    তোমাকে দেবী ভেবে পুজো দিতে গিয়ে দেখি

    তুমি মানবী,

    তোমাকে মানবী ভেবে ঘর বাঁধতে গিয়ে দেখি

    তুমি ছবি,

    তোমাকে ছবি ভেবে দেয়ালে টাঙ্গাতে গিয়ে দেখি

    তুমি কেবলই আমার মনের কল্পনা।

  • দেবী

    প্রিয়তমেষু দেবী, ঈভ-এডাম সাজার খেলা শেষ করে এবার চলেন স্বনামে খেলি প্রেম।
    – ইতি আপনার কবি।

    #প্রিয়তমেষু #দেবী #ঈভ #এডাম #হাওয়া #আদম #খেলা #প্রেম #কবি

  • অর্চনা

    হৃদয়ের মন্দিরে কোন শাটডাউন নেই,
    দেবী, সেখানে তোমার অর্চনা চলবেই।
    
    #অর্চনা #হৃদয় #মন্দির #শাটডাউন #দেবী #দ্বিপক্ষ #দশকিয়া #অন্যপ্রেমেরগান