Category: এলোমেলো কথোপকথন

  • দেবী

    প্রিয়তমেষু দেবী, ঈভ-এডাম সাজার খেলা শেষ করে এবার চলেন স্বনামে খেলি প্রেম।
    – ইতি আপনার কবি।

    #প্রিয়তমেষু #দেবী #ঈভ #এডাম #হাওয়া #আদম #খেলা #প্রেম #কবি

  • কবিতা

    আমারে জিগাইলো-
    আর কবিতা লেখি না ক্যান?
    কইলাম তোমার চউক্কের-
    দিকে চাইলেই খালি কবিতা দেখি,
    তোমার চউক্কের চাইতে তো ভালো কবিতা
    আমি লিখবার পারি না।

  • পরীক্ষা

    প্রিয়তমা আমার, তোমারে পাইবার পর-
    তোমারে ধরিয়া রাখার যুদ্ধ হবে শুরু,
    প্রিয়তমা আমার, তোমারে পাইবার পর-
    ভালোবাসার আসল পরীক্ষা শুরু।

  • তোমার শহরে এসেছে নতুন পাগল

    চিকা মারার ঔষধ বিক্রেতার বেশে-
    একদিন হানা দিবো তোমার দেশে।
    তোমার শহরের অলিগলি ঘুরে-
    একদিন ঠিকই খুঁজে পাবো তোমারে।

    #শহর #পাগল #চিকা #ঔষধ #বিক্রেতা #দেশ #অলিগলি #চতুর্বেদ #দশকিয়া

  • গন্তব্য

    ভাটিতে সমুদ্র যদিও,
    আমার গন্তব্য-
    তুমি পাহাড়।

    সখি, তাই তো আমার-
    এই উজানে সাঁতার।

    #গন্তব্য #ভাটি #সমুদ্র #সখি #পাহাড় #উজান #সাঁতার #দশকিয়া #পঞ্চখন্ড

  • আশ্রয়

    হ্যারে জিগাইলাম- আমার লাইগা জীবন দিবার পারবা?
    কয়- না, আমি তোমারে লইয়া একখান জীবন পার করবার চাই, মরণের কালে তোমারে লইয়াই মরবার চাই।

    #আশ্রয় #জীবন #মৃত্যু #মরণ #সুখ
  • নিষিদ্ধ গন্ধম

    আমি সেই নিষিদ্ধ গন্ধম, আমাকে খেলেই তুমি স্বর্গ থেকে উচ্ছেদ হবে।

    তাই আমাকে খাওয়ার কু-মন্ত্রণা দিবে ইবলিশ, সখি তুমি ইবলিশের কু-মন্ত্রণা থেকে মুক্ত থাকো। আমাকে দেখা মাত্রই বলবে-

    আউজু বিল্লাহি মিনাশ শায়তানির রাজিম

    #ইবলিশ #উচ্ছেদ #গন্ধম #নিষিদ্ধ #শয়তান #সখি #স্বর্গ

  • প্রেমিক

    আমি পরিপূর্ণ কবি নই
    আমি পরিপূর্ণ ব্যবসায়ী নই
    আমি পরিপূর্ণ সাম্যবাদী নই
    আমি পরিপূর্ণ পুঁজিবাদী নই
    আমি পরিপূর্ণ ধার্মিক নই
    আমি পরিপূর্ণ নাস্তিক নই
    আমি পরিপূর্ণ ভেগান নই
    আমি পরিপূর্ণ মাংসাশী নই
    আমি পরিপূর্ণ মানব নই
    আমি পরিপূর্ণ দানব নই
    
    তবে সখি, জেনে রাখো-
    আমি পরিপূর্ণ প্রেমিক।
    
    #সখি #কবি #প্রেমিক #ব্যবসায়ী #সাম্যবাদী #পুঁজিবাদী #ধার্মিক #নাস্তিক #ভেগান #মাংসাশী #মানব #দানব
  • স্বীকারোক্তি

    এই যে আমি হারাইয়া যাইতেছি,
    আমারে অসুখে পাইতেছে।
    তুমি তার খোঁজ নিবা না?
    
    তুমিই তো আমার সকল অসুখের,
    সকল হারাইয়া যাওয়ার জন্য দায়ী।
    তোমার এ সব অপরাধের দায় নিবা না?
    
    সখি, আইসিসও তো তাদের অপকর্মের
    দায় স্বীকার করে।
    কেউ জানে না-
    তুমি তো আইসিসের চেয়েও ভয়ঙ্কর।
    
    #সখি #অসুখ #দায়ভার #আইসিস #খোঁজ #অপরাধ #অপকর্ম #ভয়ঙ্কর #দশকিয়া #দশদিগন্ত
  • গালিব ও প্রাক্তন

    প্রেমিকা একদিন প্রাক্তন হয়ে যাবে, এই ভয়ে গালিব আজও প্রেম করলো না।
    এই দেখে নবাব বললো- তা গালিব, প্রেম একটা করেই দেখো না। প্রাক্তন হলে তো প্রেমিকা একা হবে না, তুমিও প্রাক্তন হবে। প্রাক্তন-প্রাক্তনও তো আরেক প্রেম।
    
    এরপর সাহস করে গালিব তার বান্ধবীকে চিঠি লিখলো- প্রিয়, তুমি কি আমার প্রেমিকা হবে?
    ফিরতি চিঠিতে উত্তর এলো - আমরা বহু যুগের প্রেমিক যুগল গালিব, শুধু তোমার প্রাক্তন হয়ে যাওয়ার যে ভয়, তার জন্য আমরা তা প্রকাশ করিনি।
    
    #মির্জাগালিব #প্রাক্তন #প্রেম #চিঠি #বান্ধবী #প্রেমিকা #প্রেমিক