প্রিয়তমেষু মনি,
তুমি ছাড়া কি সত্যি বাঁচা যায়?
– জয় কল্যাণীয়েষু
Category: এক লাইনের চিঠি
-
বেঁচে আছি?
-
বেঁচে আছি
প্রিয়তমেষু মনি,
তুমি ছাড়াই দেখো দিব্যি বেঁচে অাছি।
– জয় কল্যাণীয়েষু -
সাদা পোষাক
প্রিয়তমেষু রুপালী,
পুলিশের মত তুমি কবে সাদা পোষাকে আমায় তুলে নিয়ে যাবে?
- জয় কল্যাণীয়েষু
-
আবার আসিও ফিরে
শুদ্ধতম কবি,
কবে ফিরবা? তোমার লাইগা হাজার বছর অপেক্ষা করোনের মত অতো ধৈর্য্য কই কও? -
উর্মিলা
প্রিয়তমেষু উর্মিলা,
চলো মিলিত হই মিথিলা নগরীতে।
– জয় কল্যাণীয়েষু(মিথিলা নগরী ছিল পুরানিক শহর, যেখানে সীতার সাথে রাম এবং লক্ষ্মণের সাথে উর্মিলা বিবাহ বন্ধনে আবদ্ধ হোন।)
-
লতা
প্রিয়তমেষু লতা,
তোমার আলিঙ্গনে বাঁচতে চাই।
– জয় কল্যাণীয়েষু -
জান্নাত
প্রিয়তমেষু জান্নাত,
পারাবত এক্সপ্রেস এর শোভন চেয়ারে তোমার মুখোমুখী বসে নিম ব্রান্ড এর চা পান করার মাঝেও আছে শরাবান তহুরার স্বাদ।
– জয় কল্যাণীয়েষু -
ঈশিতা
প্রিয়তমেষু ঈশিতা,
কীর্তিনাশার বুকে শাহ আমানাত ফেরীর তিন তলার কেন্টিনে তোমার মুখোমুখি বসে ইলিশ ভাজা খাওয়ার অদম্য সাধ নিয়ে জন্মেছিলাম ২৭ বছর আগে।
– জয় কল্যানীয়েষু -
সুপ্রিয়া
প্রিয়তমেষু সুপ্রিয়া,
নিঃস্বার্থ ভালবাসা চাই, আছে কি তেমন স্বার্থহীন হৃদয়…?
– জয় কল্যাণীয়েষু -
প্রিয়তমেষু সঞ্চিতা
হৃদয় একটি অলাভজনক প্রতিষ্ঠান, এখানে ব্যবসা করতে না এসে ভালবাসতে এসো।
– জয়, চেয়ারম্যান (ইন্টারন্যাশনাল হার্ট ফাউন্ডেশন)