প্রিয়তমেষু সুপ্রিয়া,
তীব্র বাসনা ছিল কোনও এক বৃষ্টি স্নাত সন্ধ্যায় খোঁপায় গুঁজে দিয়ে মালতী ফুল তোমাকেই দেখবো সারা নিশী…
– জয় কল্যানীয়েষু
Category: এক লাইনের চিঠি
-
বাসনা
-
মমতাজ
প্রিয়মতেষু মমতাজ,
একনেক-এ কবে অনুমোদন হবে তোমার-আমার প্রেমের তাজমহল?
– জয় কল্যানীয়েষু -
বিশাখা
প্রিয়তমেষু বিশাখা,
প্রেমের সবগুলো শাখা বন্ধ করে দিয়েছি তোমার জন্য।
– জয় কল্যাণীয়েষু
সবাই তো রাধার প্রেমে মশগুল, রাধার সখিদেরও তো প্রেমের শখ থাকতে পারে…
আমি না হয় বিশাখার প্রেমেই সর্বস্ব জলাঞ্জলি দিলাম। -
ঠিকানায় পৌঁছে দেবে
প্রিয়তমেষু জয়া,
রকমারীতে ভালবাসা অর্ডার করেছি, তোমার ঠিকানায় পৌঁছে দেবে। -
খুঁজেছি কত
প্রিয়তমেষু জয়া,
এখানেই ডট কমে খুঁজেছি কত! তবু তোমায় পেলাম না। -
নন্দীনি
প্রিয়তমেষু নন্দীনি,
নাগরিক এ কোলাহল ছেড়ে চলো হারিয়ে যাই কোন সবুজ গাঁয়, যেখানে হালখাতায় ভর করে বোশেখ আসে, লাল-সবুজ ঘুড়ি ওড়ায় রাম-রহিম।
-
পণ
সখি,
তোরে ছাড়া চায়ের কাপে চুমুক দেব না আর। -
অবসর
সখি,ওয়াহিদ ভাই ভাবির জন্য অবসর নিল, আমিও তোমার জন্য অবসর নিতে চাই। -
কথা
প্রিয়তমেষু কথা,
কথা না হয় বলতে পারি না, ভাল তো বাসতে পারি ঠিকই।
– জয় কল্যাণীয়েষু -
ওয়াদা পালন
প্রিয়তমেষু নিশী,
এখন আমি আর রাত জাগি না।
– জয় কল্যাণীয়েষু।