প্রিয়তমেষু সন্ধ্যা, আরেকটু ক্ষণ থাকো পাশে- ভালোবাসিবার দাও আরেকটু সময়। #সন্ধ্যা #ভালোবাসা #প্রিয়তমেষু #একলাইনেরচিঠি
Category: এক লাইনের চিঠি
-
সন্ধ্যা
-
অধরা
প্রিয়তমেষু অধরা,
সর্বহারা এই ঠোঁটের কথা তুমি একদিন ভুলেই যাবে; তখন তোমার এই গোলাপী অধর ঘুরে বেড়াবে কোন পুঁজিপতির চুরুট আর শিশ্নতে। -
অদেখা
প্রিয়তমেষু অদেখা,
সত্যি যদি কোনদিন ভালবেসে সামনে দাঁড়াই, চিনতে পারবে তো…?
– জয় কল্যাণীয়েষু#প্রিয়তমেষু #অদেখা
-
এক সন্ধ্যার প্রেম
প্রিয়তমেষু মালিহা,
এসো একটা সন্ধ্যা প্রেম করি, তারপর না হয় ভুলেই গেলে।
– জয় কল্যাণীয়েষু -
দেখা হবে প্রিয়
প্রিয়তমেষু স্বর্ণলতা,
প্রেম যদি মোর সত্যি হয়; দেখা হবে সুনিশ্চয়।
– জয় কল্যাণীয়েষু -
প্রতীক্ষা
প্রিয়তমেষু প্রতীক্ষা,
তোমাকে পেয়ে গেলে পাওয়া হয়ে যাবে সব, পানসে হয়ে যাবে এ বেঁচে থাকা।
– প্রতীক্ষমান জয় কল্যাণীয়েষু
-
বৃষ্টি
প্রিয়তমেষু বৃষ্টি,
এসেছো যখন বদনাম তো হয়েছেই, থেকে যাও তবে আমার ঘরে।
– জয় কল্যাণীয়েষু
-
নন্দীনি
প্রিয়তমেষু নন্দীনি,
আমি তোমার ক্লান্ত রোদেলা দুপুরে হাত পাখার বাতাস হতে চাই।
জয় কল্যাণীয়েষু
-
পানি পড়া
প্রিয়তমেষু হুমায়রা,
পানি পড়া খাওয়াবো তোমায়, যতন করে খেয়ো।
-
আত্মহুতি
প্রিয়তমেষু অগ্নি,
অনুমতি দাও… আত্মহুতি দেই তব প্রেমের আগুনে।
— জয় কল্যাণীয়েষু