Category: এক লাইনের চিঠি

  • প্রিয় পানীয়

    প্রিয়তমেষু ঈভ,

    গন্ধমের বদলে বিষ হলেও আমি তা পান করতাম, তোমার দেয়া বিষও আমার কাছে প্রিয় পানীয়।

    – এডাম

  • লোভ

    প্রিয়তমেষু লিজা ইসলাম

    এক চুম্বনের লোভে কাটিয়ে দিতে পারি কত শতাব্দী তুমি জানো না।

    – জয় কল্যাণ

  • সুপ্রিয়া

    প্রিয়তমেষু সুপ্রিয়া,

    তুমিও যখন ধান্দাবাজ-চাটুকার, কেমন করে স্বপ্ন দেখি ঘর বাঁধিবার?

    জয় কল্যাণীয়েষু

  • রোকসানা

    প্রিয়তমেষু রোকসানা,

    তুমি বিনা এ জীবন তো, হয়ে যাচ্ছে ত্যানাত্যানা।

    – ত্যানা কল্যাণ

  • লিজা

    প্রিয়তমেষু লিজা,

    তুমি পাশে থাকলে গোটা একটা জনম

    না খেয়ে কাটিয়ে দিতে পারবো।

    – ক্ষুধার্ত কল্যাণ

  • সিঁদুরে মেঘ

    প্রিয়তমেষু মেঘলা,

    ঘর পোড়া গরু কি সত্যি সিঁদুরে মেঘ দেখে চিনতে পারে?

    – ইতি জয় কল্যাণীয়েষু

    #প্রিয়তমেষু #মেঘলা #ঘর #গরু #সিঁদুর #মেঘ #একলাইনেরচিঠি

  • দেবী

    প্রিয়তমেষু দেবী, ঈভ-এডাম সাজার খেলা শেষ করে এবার চলেন স্বনামে খেলি প্রেম।
    – ইতি আপনার কবি।

    #প্রিয়তমেষু #দেবী #ঈভ #এডাম #হাওয়া #আদম #খেলা #প্রেম #কবি

  • মরে যেতে চাই

    প্রিয়তমেষু হাফসা,
    তুমি আমার প্রথম প্রেম নও, কিন্তু বিশ্বাস করো… তোমাতেই মরে যেতে চাই।
    – জয় কল্যানীয়েষু

  • কলিজা

    প্রিয়তমেষু কলিজা, পৃথিবীর সব সংবাদ মাধ্যমে এক যোগে প্রচারিত হবে আজ আমাদের মন খারাপ।
    – ইতি জয় কল্যাণীয়েষু

    #কলিজা #একলাইনেরচিঠি #সংবাদ #মন #খারাপ #পৃথিবী

  • গঙ্গা

    প্রিয়তমেষু গঙ্গা,
    হৃদয়টাকে অপবিত্র করে রেখেছি তোমাতে স্নান করে পবিত্র হবো বলে।
    
    #গঙ্গা #প্রিয়তমেষু #হৃদয় #স্নান #পবিত্র #একলাইনেরচিঠি