প্রিয়তমেষু কলিজা, পৃথিবীর সব সংবাদ মাধ্যমে এক যোগে প্রচারিত হবে আজ আমাদের মন খারাপ।
– ইতি জয় কল্যাণীয়েষু
#কলিজা #একলাইনেরচিঠি #সংবাদ #মন #খারাপ #পৃথিবী
Category: অন্য প্রেমের গান
-
কলিজা
-
তোমার মন ভালো হয়ে যাক
তোমার মন খারাপের ক্ষণগুলো কেটে যাক আলোর গতিতে, সুখের ক্ষণ হোক বেহেস্তি শতবর্ষের সমান। #তোমার #মন #খারাপ #ক্ষণ #আলো #গতি #সুখ #বেহেস্ত #বর্ষ
-
ঈদ
আজ কোন মাসের-
কতো তারিখ জানি না সখি,
তবে, আজ এ হৃদয়ে ঈদ।
#ঈদ #মাস #তারিখ #সখি #হৃদয় -
স্বর্গোদ্যান
৩ হাজার বছর পর যখন ঈভ এর সাথে আমার প্রথম দেখা হলো,
তখন তাঁকে জিজ্ঞেস করলাম তুমি কে?
সে বললো আমি পৃথিবীর রহস্য, আমিই স্বর্গোদ্যান।
#ঈভ #আদম #স্বর্গ #পৃথিবী #স্বর্গোদ্যান #রহস্য -
লিজা
৩ হাজার বছর পর যখন ঈভ এর সাথে আমার প্রথম দেখা হলো,
তখন তাঁকে জিজ্ঞেস করলাম তুমি কে?
সে বললো আমি লিজা।
#লিজা #ঈভ #আদম #স্বর্গ #পৃথিবী -
স্বর্গ
আপনারা ঘটনাটা কী রকম শুনেছেন জানি না, তবে আসল ঘটনাটা আজ বলছি। আমি যখন স্বর্গ ভ্রমন করছিলাম, এমন সময় গেব্রিয়েল এসে বললো- ঈশ্বর আপনাকে তলব করেছেন। আমি ঈশ্বরের সামনে গেলে তিনি বললেন - আদম, তোমাকে পৃথিবীতে যেতে হবে। আমি বললাম - আমি স্বর্গ ছেড়ে পৃথিবীতে যেতে চাই না। ঈশ্বর তখন বললেন - তুমি যদি আমার বাধ্য হও তবে ৩০০০ বছর পর আমি তোমার জন্য পৃথিবীকেই স্বর্গ বানিয়ে দিবো। আমি ঈশ্বরের থেকে বিদায় নিয়ে পৃথিবীতে বিচরণ করেছি, ৩০০০ বছর পর ঈভের সাথে আমার প্রথম দেখা। #ঈভ #আদম #স্বর্গ #পৃথিবী #ঈশ্বর
-
তোমার প্রেমে
তোমার প্রেমে হাবুডুবু, তোমার প্রেমে ওড়া। তোমার প্রেমে ভেঙ্গেচুড়ে আবার নিজেকে গড়া। তোমার প্রেমে সকাল-দুপুর তোমার প্রেমে রাত, তোমার প্রেমে উপোষ থাকা- থালা ভর্তি ভাত। তোমার প্রেমে হিজিবিজি তোমার প্রেমে অংক তোমার প্রেমেই ফকফকা সব তোমার প্রেমেই অন্ধ। #প্রেম #হাবুডুবু #ওড়া #গড়া #সকাল #দুপুর #রাত #উপোষ #থালা #ভাত #হিজিবিজি #অংক #অন্ধ
-
মাদক
মাদক মামলায় তোমাকে গ্রেফতার করা হচ্ছে না কেন প্রিয়তমেষু?
তোমার চোখ জুড়ে যে মাদক, তাতে আমি নেশাতুর হয়ে যাই।
#মাদক #মামলা #গ্রেফতার #প্রিয়তমেষু #চোখ #নেশা #নেশাতুর #দশকিয়া #দ্বিপক্ষ -
বেদনা
হৃদয় খুঁড়ে ভালোবাসা বের করে নিয়ে- সেখানে ঢেলে দিলে এক সুদীর্ঘ বেদনার নদী, প্রিয়তমেষু আমার, তোমার দেয়া এ বেদনা আমি পরম ভালোবাসায় রাখবো মৃত্যুবধী। #হৃদয় #ভালোবাসা #নদী #প্রিয়তমেষু #বেদনা #মৃত্যু #দশকিয়া #চতুর্বেদ
-
অর্চনা
হৃদয়ের মন্দিরে কোন শাটডাউন নেই, দেবী, সেখানে তোমার অর্চনা চলবেই। #অর্চনা #হৃদয় #মন্দির #শাটডাউন #দেবী #দ্বিপক্ষ #দশকিয়া #অন্যপ্রেমেরগান