ꠎꠄ ꠇꠟ꠬ꠟꠣꠘ

কলিজা

কণ্যা কত ঘুমাবা আর?একলা যে দম বন্ধ হয়ে আসে!দিবা-রাতি একাকার হয়ে ওঠেতুমি যে নাই পাশে। লিখবো বলে মহা কাব্যকলম নিয়েছি হাতে,কলম তো আর চলে না

এই কি সুখ?

তার নিঃশ্বাস এর মৃদু শব্দও ও খোদা এতো মধুর কেন লাগে?তার চলে যাওয়া পথে হেঁটে যাওয়া হ্যাংলা কালো কুকুরটাকেও দেখে শ্রদ্ধা কেন জাগে? ও খোদা,

তুমি চাইলে

তুমি চাইলে বুনো ঘাস হবোতুমি চাইলে ডাহুকতুমি চাইলে রাখাল হবোতুমি চাইলে মাহুত তুমি চাইলে ভিলেন হবোতুমি চাইলে নায়কতুমি চাইলে সুরকার হবোতুমি চাইলে গায়ক তুমি চাইলে

ডিসি হিল

তোমার চোখের প্রথম জলের স্বাক্ষী ডিসি হিল ,আমার প্রেমের প্রথম সত্যের স্বাক্ষী ডিসি হিল। ডিসি হিল স্বাক্ষী আমাদের বিরহের,আমাদের ছিন্নিভিন্ন হয়ে যাওয়া সংসারের। বেদেনি মেয়ের

অগোছালো প্রেম

আমাদের ফের দেখা হবে প্রিয়তমেষু, ফের কোন এক কনকনে শীতের সন্ধ্যায় আমরা খালি পায়ে বের হয়ে যাবো হুড খোলা রিকসায়। দামী রেস্তোঁরায় এমন অগোছালো এবড়োথেবড়ো

প্রিয় পানীয়

প্রিয়তমেষু ঈভ, গন্ধমের বদলে বিষ হলেও আমি তা পান করতাম, তোমার দেয়া বিষও আমার কাছে প্রিয় পানীয়। – এডাম

ভালোবাসা

লাভ ম্যারেজ বলতে আমরা যা বুঝি আসলে তা ইমোশনাল ম্যারেজ। ভালোবাসার বিয়ে বলে আদতে তেমন কিছু নাই, এই জন্যই দেখবেন তথাকথিত লাভ ম্যারেজে প্রচুর ডিভোর্স

লোভ

প্রিয়তমেষু লিজা ইসলাম এক চুম্বনের লোভে কাটিয়ে দিতে পারি কত শতাব্দী তুমি জানো না। – জয় কল্যাণ

সুপ্রিয়া

প্রিয়তমেষু সুপ্রিয়া, তুমিও যখন ধান্দাবাজ-চাটুকার, কেমন করে স্বপ্ন দেখি ঘর বাঁধিবার? জয় কল্যাণীয়েষু

ভাত ও তুমি

তোমার মতো ভাত, অথবা – ভাতের মতো তুমি। কাছে পেলে যতটা না ক্ষুধা, দূরে গেলে বহুগুণ।

আর কোন পোস্ট নেই।