Category: দশকিয়া

  • ক্লিওপেট্রা

    মাথায় প্রমান সাইজের টাক,
    চুলে ধরেছে পাক।
    হাতে উঠি উঠি করে ছড়ি।

    তখনো আমি বারবার-
    তোমার প্রেমে পড়ি।
  • চাহিদা

    সখির চাই শাড়ী-চুড়ি, চুলের খোঁপা,
    কবির চাই কাব্য লেখার বিরহ।
    
    #চাহিদা #শাড়ী #চুড়ি #চুল #খোঁপা #কবি #কবিতা #কাব্য #বিরহ #লেখা
  • আশ্রয়

    হ্যারে জিগাইলাম- আমার লাইগা জীবন দিবার পারবা?
    কয়- না, আমি তোমারে লইয়া একখান জীবন পার করবার চাই, মরণের কালে তোমারে লইয়াই মরবার চাই।

    #আশ্রয় #জীবন #মৃত্যু #মরণ #সুখ
  • আশ্রয়

    হ্যারে জিগাইলাম, তুমি কি বনলতা সেন হইবা?
    কয়- না, আমি তোমারে দুই দন্ডের সুখ দিবার চাই না। আজীবন তোমারে আগলাইয়া রাখুম।
    
    #আশ্রয় #বনলতাসেন #সুখ #জীবন
  • হাওয়া

    হাওয়াকে না পেলে আত্মহত্যা করবে আদম,
    তাহার কাছে হাওয়াই স্বর্গ, হাওয়াই গন্ধম।

    #হাওয়া #ঈভ #আদম #এডাম #স্বর্গ #গন্ধম

  • পুনর্জন্ম

    তোমাকে পাওয়ার জন্য হাওয়া, আবার জন্মাবো আদম হয়ে।
    
    #পুনর্জন্ম #হাওয়া #জন্ম #আদম
  • ডিজার্ভ

    তুমি কেবল আমাকেই ডিজার্ভ করো হে প্রিয়তমেষু।


    #ডিজার্ভ #তুমি #প্রিয়তমেষু #একাশশী #দশকিয়া

  • গল্পটা শেষ

    হে তাইরে বালা ফায়, তাই জানে না।
    
    #গল্প #শেষ #হে #তাই #বালা #ভালোবাসা #একাশশী #দশকিয়া
  • প্রার্থনা

    তোমার ঘুম ভাঙবে
    আমার বুকে,
    সখি, এই তো ছিলো
    প্রার্থনায়।
    
    তুমি সখি আমার হবে
    এতোটুকুও মিথ্যে নয়।

    #প্রার্থনা #সখি #ঘুম #বুক #দশকিয়া #ষড়ঋতু

  • শুদ্ধ করে নাও

    তোমার সামনে দাঁড়িয়ে
    আছে দেখো সখি, নতুন
    একটা মানুষ।
    তারে তুমি তোমার ভালোবাসায়
    শিক্ত করে নাও; তারে
    শুদ্ধ করে নাও।

    #শুদ্ধতা #ভালোবাসা #মানুষ #শিক্ত #শুদ্ধ #সখি #ষড়ঋতু #দশকিয়া