Category: দশকিয়া

  • আয়না

    তুমি আমার আয়না হও সই,
    আমি তোমার ভিতর র’ই।

    #আয়না #তুমি #আমি #সই

  • অষ্টভার্যা

    কালা…

    অষ্টভার্যার বান্ধনো

    আছো নি ভালা?

  • রাধে

    রাধে….

    কোথায় তুমি?

    কাহার বুকে-

    ঘুমাও নিরাপদে!

  • হাওয়াই মিঠাই

    হাওয়ায় ভাসে না হাওয়াই মিঠাই,
    হাওয়াই মিঠাই বাক্স বন্দী রয়।

    বাক্স ছেড়ে বেরিয়ে এলে,
    হাওয়ায় মিলিয়ে যায়।

  • ধন্যবাদ

    চোখের জল হয় না আর,
    ফারক্কায় শুকিয়ে গেছে সব।

    ধন্যবাদ হে মুজিব,
    ধন্যবাদ ইন্দিরাজী।
    তোমাদের দয়ায়,
    কত সুখী বঙ্গবাসী আজি।

  • ভন্ডামি

    আসেন জনাব, রাম-রহিমে যুদ্ধ বাঁধিয়ে মজা লই।

  • নদী

    আমি নদী, আমারও সুরমার মত অজস্র নাম, অজস্র শাখা, অজস্র বাঁক।

  • ডুবে যেতে চাই

    এ নগরীর ন্যায় আমিও ডুবে যেতে চাই,
    তোমার সুগভীর অন্তরে।

  • হায়! হায়!

    এভাবেই এগিয়ে যাবে বাংলাদেশ,
    নিন্দুকেরা বলবে শুধু-
    হায়! হায়! সব শেষ, সব শেষ!

  • বৈরাগী

    চল বৈষ্ণবী, পথ ধরি…