আমার পরিয়ে দেয়া নুপুর সে খুলে রেখেছে,
সম্ভবতঃ তার কাছে সেটা শেকল মনে হয় বলে।
অথচ সে জানে না ভালোবাসা-
নুপুরের চেয়ও কঠিন শেকল।
আমার পরিয়ে দেয়া নুপুর সে খুলে রেখেছে,
সম্ভবতঃ তার কাছে সেটা শেকল মনে হয় বলে।
অথচ সে জানে না ভালোবাসা-
নুপুরের চেয়ও কঠিন শেকল।
আবার বসন্ত আসার আগে-
প্যালেস্টাইন স্বাধীন হওয়ার আগে-
কিংবা পৃথিবীর শেষ যুদ্ধটা শেষ হওয়ার আগে-
যেন কোন কবির মৃত্যু না হয়,
যেন কোন শিশুর মৃত্যু না হয়।
এতোটুকু যদি করতে না পারো,
তাহলে তুমি ঈশ্বরের পদ ছেড়ে দাও।
তোমারে ভুলিয়া সখি,
প্রতিশোধ নিবো আমারে ভুলিবার।
এই মন খারাপের রাতে
আজ আর কোন কবিতা নয়।
তোমাকে দেবী ভেবে পুজো দিতে গিয়ে দেখি
তুমি মানবী,
তোমাকে মানবী ভেবে ঘর বাঁধতে গিয়ে দেখি
তুমি ছবি,
তোমাকে ছবি ভেবে দেয়ালে টাঙ্গাতে গিয়ে দেখি
তুমি কেবলই আমার মনের কল্পনা।
যে আমাকে বোঝেনি কখনো,
যে আমাকে কোন নাম দেয়নি,
তার ভালোবাসা তো গৃহে পোষা রাতের বৃক্ষের মতো।
যে অক্সিজেন দেয়ার বদলে নেয়।।
সখি,
দিনের আকার কেমন?
পৃথিবীর মতো ডিম্বাকার?
চাঁদের মতো নীলাকার?
তোমার মতো প্রেমাকার?
নাকি আমার মতো এব্রোথেব্রো?
পরশ পাথর হতে গিয়ে হয়ে গেছি একুয়া রেজিয়া,
যা কিছু দামী, সবই নষ্ট হয়ে যায় আমার স্পর্শে।
#দশকিয়া #দ্বিপক্ষ #একুয়ারেজিয়া #একুয়া #রেজিয়া #পরশ #পাথর #পরশপাথর #স্পর্শ
ভুট্টোর প্রেতাত্মা ঘুরে বেড়ায় বঙ্গে,
ইয়াহিয়া-আইয়ুব খান ঘোরে তার সঙ্গে।
পাগলামী ও ভন্ডামির মোহনা আমি,
আমিই ঈশ্বর ও শয়তানের মিলনস্থল।
গন্ধম ভক্ষণকালে আমিই সেই স্বাক্ষী,
আমিই মানব সভ্যতার স্বর্গচ্যুতির কারন।
আমিই সাধু, আমিই চোর।
আমিই আর্য্য আবার আমিই অসুর।
আমাতেই হাবিল, আমিই কাবীল।
আমার মাঝেই ঈসা আসে, আমাতেই দাজ্জাল।
সখি, আমার ভন্ডামির সব দায় নিয়ে
আমার সাধুতার দাবী ত্যাগ করে
তোমাদের এই সুন্দর শহর ত্যাগ করছি।