Category: দশকিয়া

  • স্বাধীন

    ছেলেটির নাম ছিল স্বাধীন…
    কোনও একদিন ছাত্রলীগের…
    স্বাধীনতাকামীরা তাকে অধীকার করে নিল…

    সেই থেকে তার মা স্বাধীনতাহীন…
    সেই থেকে একটি দেশ এক দুঃখী মায়ের আবাসস্থল…

  • ইয়াসমিন

    আর কোন ইয়াসমিন যেন না হয় শিরোনাম।

  • স্বাধীনতা

    আমাকে যদি বলো আরশ থেকে এনে দিতে হবে ভগবানের পদ চিহ্ন।
    আমি এনে দেবো-
    তার বিনিময়ে এ জাতির স্বাধীনতা চাই।

  • অভিমানী

    পরাণ পোড়ে জানি,
    তবু অভিমানী-
    মিথ্যে করে ছল,
    লুকিয়ে জানি তোমারও-
    চক্ষু ছলছল।

  • সোনার বাংলাদেশ

    শুভ দিয়ে হোক শুরু শুভ দিয়েই শেষ…
    শুভ হোক-সুন্দর হোক সোনার বাংলাদেশ….

  • ভাঙ্গা রেকর্ড

    আমি হারিয়ে ফেলছি সব আমার মানসপট থেকে, সব যাচ্ছি ভুলে…
    শুধু তোমার চলে যাওয়ার স্মৃতি ভেসে রয়েছে আটকে যাওয়া রেকর্ড এর মত…

  • স্বপ্ন স্বাধীনতা

    স্বপ্ন দেখি তোমায় পাওয়ার হে স্বাধীনতা…
    স্বপ্ন দেখি শহীদের রক্ত যাবেনা বৃথা…
    স্বপ্ন দেখি সালাম, মতিউর, মতিউল, কাদেরের চোখে…
    স্বপ্ন দেখি একদিন স্বপ্ন সত্যি হবেই তোমরা নিও দেখে…
    আমরাই দিয়ে যাবো এই রক্তের প্রতিদান…
    আমাদের দেহে যে এই রক্তই বহমান….

  • আঁধার

    আঁধারে হারায় চাঁদ,

    পথের বাঁকে তুমি-
    তুমি হীনা নিঃস্ব, একা আমি।

  • লেবু ও ডাষ্টবিন

    লেবুর মত কচলে নিলি আমায়-

    অবশেষে ময়লার ঝুড়িতেই আমার আশ্রয়।