দু’চোখ-
যতদূর যায়,
দেখি যে তোমায়।
Category: দশকিয়া
-
দৃষ্টি
-
অষ্টদশী
তুমি আমার অষ্টদশী প্রেমিকা হবে?
রোজ রাতে চুপিসারে তোমার জানালায় রেখে যাব নীল জোনাকী-
রোজ ভোরে এনে দেব দোয়েলের গান। -
তুমি নেই বলে
তুমি নেই বলে প্যাঁচাগুলো অমন মায়াবী-
চোখে তাকায় না আর।
ওদের চোখে তাকালে এখন ভয়ে-
রক্ত হিম হয়ে যায়।
অথচ কোনও এক সময় প্যাঁচাগুলো ছিল অনিন্দ্য সুন্দরী।
#তুমি #রক্ত #ভয় #চোখ #প্যাঁচা #হিম #সুন্দর #অনিন্দ্য -
তালাশ
যদি কোনদিন রেল লাইন কিংবা-
কোন নদীতে পাওয়া যায় আমার লাশ,
নুর হোসেন না, তোরা ঝর্ণাকে করিস তালাশ। -
কলঙ্ক
বহুদিন পর…
চাঁদের হাটে আবার মেলা বসবে,
চাঁদের আবার কলঙ্ক হবে।
রাত ৯.৩৩, ১১ শ্রাবণ ১৪২১ -
একুশ
একুশ মানে-
প্রথম নিঃশ্বাস,
প্রথম কান্না।
-
পাগলা জগাই
দিন শেষে আমি সেই পাগলা জগাই,
চাঁদের বুড়ির সাথে ভাব করে-
দুয়েকটা দিন রুটি জোগাই।
-
সিরাজ খুনির ফাঁসি চাই
মুজিব হত্যার বিচার হয়েছে…
হয়েছে জিয়া হত্যার বিচারও…
তাহের হত্যার বিচার হয়েছে…
বিচার চাই, সিরাজের খুনিরও… -
নষ্টরা সব করেছে দখল
মতিউল ও কাদের এর রক্তের গন্ধ তোরা কেমনে ভুলে গেলি…
নষ্টের হাতে উঠে গেছে সব, তারই কি প্রমান দিলি? -
রাজাকার বন্দনা
সিরাজের খুনি যে?
রাজাকার সে রাজাকার…যমুনার খুনি কে?
রাজাকার সে রাজাকার…