Category: দশকিয়া

  • পরবাসী

    যে দেশে তুমি নেই,
    সে দেশে আমি পরবাসী…

  • ভোর

    ভোর তো আর হয় না শখি…
    আমি এখন অন্ধকারেই থাকি…

  • ডুব

    আমি ডুবতে বসেছি সখি তোমার চোখের অথৈ জলে…

  • তুমি আছো কই?

    সুরমার পাড়ে ঘুরে বেড়াবো সই…
    তুমি আছো কই…?

  • রাই

    কাহার তরে বাসর সাজাও রাই,
    কৃষ্ণ তো আর বৃন্দাবনে নাই।

  • কান্না বুঝবে কী?

    সখি, তুমি আমার হাসি বোঝ না, কান্না বুঝবে কী?

  • সন্ধ্যা

    সন্ধ্যা এলো আন্ধার নিয়া,

    তোমার হাতে যন্ত্রণা।

    সন্ধ্যার হাত ধরবো আজ,

    তোমার হাত ধরবোনা।

  • হারিয়ে যাওয়ার গান

    হারিয়ে যাওয়ার কালেও তোরে যেন পাই সঙ্গে…
    সখি, একই সাথে হারাতে চাই এই বঙ্গে…
  • জলের গান

    তুমি পাহাড় চূড়ায় জল দেখে অবাক হও…
    আমার চোখের জল দেখে নির্বিকার…

  • সওদাগর

    তুমি যে হাটে সদাই কেনো; পিঁয়াজ রসুন…
    আমি সেই হাটে প্রেমের সওদাগর…

    তুমি একবারও তো দর করলে না!