Category: দশকিয়া

  • আটলান্টিস

    তুমি যত চাকরী খোঁজো চাকরী ডট কমে,
    ততটা খুঁজলে এ মনে আটলান্টিস খুঁজে পেতে।

  • হারানোর গল্প

    কোন এক কালে,
    তুমি আমারই ছিলে।
    তারপর হায়,
    এক বদ হাওয়ায়।
    কোথা হারালে।।

  • চাঁদ ও ফাঁদ

    সে ভালবাসে চাঁদ,
    আমি বাসি ভাল তার হাসির ফাঁদ।

  • পরজনম

    সখি, এমন করে চিনবে তো পরজনমেও?

  • সাধ্য

    তোমায় ভুল বুঝবো এমন সাধ্য কই আমার!

  • আফ্রোদিতি

    সখি, প্রেমের দেবী আফ্রোদিতির জন্মের বহুকাল আগেই তোমাকে ভালবেসেছি।

  • অধিকার

    নাগরিক অধিকার আছে,
    প্রেমাধিকার নাই?

  • জাল্লা গাঙ

    সই গো সই,
    নাও ভাসাইছি জাল্লা গাঙ্গে।
    যদি দেখো নায়ের ছই,
    ঘাটে আসতে গামছা আইন্নো সঙ্গে।

  • সখি

    ওরে প্রান সখি,
    বলনা তোরে ছাড়া ক্যামনে একা থাকি…

  • ভুল

    মতাদর্শ ভিন্ন যদি,
    ক্যামনে বাইলা প্রেমের নদী?
    ক্যামনে সঁপিলা অন্তর?
    ভুল মানুষের প্রেমে নয়,
    ভুল ছিল মন তোর…