এক জনমের তপস্যা আমার-
কলিজার এই হাসি ছোঁয়ার।
প্রিয়তমেষু, তোমার জন্য হাল্কা নয় শুধু,
রোজা ভঙ্গ করতেও রাজী।
মির্জা গালিবের চ্যালা আমি,
তোমার চেয়ে কি স্বর্গের হুর আমার কাছে দামী?
এক্কাদোক্কা খেলার মতো চোখ বন্ধ করে,
আকাশের দিকে মুখ করে,
এক পা এক পা করে তোমার দিকে আগাচ্ছি।
আর নিজেই নিজেকে একটু পর পর জিজ্ঞেস করছি-
আছি?
দূর হোক কলিজা তোমার মনের যত দুঃখ-
যদি তাতে আমার মনের দুঃখ বাড়ে, তা’ও।
তোমার ইফতারে, তোমার সেহরিতে,
তোমার প্রার্থণায়; কলিজা-
আমি কি আছি?
আমার ইফতারে, আমার সেহরিতে,
আমার প্রার্থণায়; কলিজা-
আমি কেবল তোমাকেই চাই।
ফিরে এসো লিলিথ,
যেভাবে হারিয়ে যাওয়া লালঝুঁটি ময়ূর ফিরে এসেছে ,
ফিরে এসো এই প্রেমিকের বাহুতে।
ফিরে এসো জুলিয়েট,
যেভাবে জোয়ার আসে ভাটার প্রহর শেষে,
ফিরে আসো এই আহত বুকে।
কণ্যা, এতো রাগ কিসের?
হয়েছে তো সামান্য একটা ভুল!
কথা দিচ্ছি,
চুলের খোঁপায় রোজ গুঁজে দেবো,
একশত ঘাস ফুল।
সখি আমি বেহায়ার মত করি তোমারি প্রেম প্রার্থণা…
তোমার এক ইশারায় প্রিয়তমেষু, সাঁইত্রিশে এসে আমার বয়স কুড়ি বছর কমে সপ্তদশ হয়ে গেছে।