Category: দশকিয়া

  • স্বপ্ন

    তুমি যখন গার্দার পাহাড় চুড়ায় দাঁড়িয়ে লেকের জলে স্বপ্ন দেখো,
    আমি তখন বুকের ব্যথায় তোমার হাতটাই হাতড়ে বেড়াই।

  • খবর নিও

    সুরমা ফাড়োর কইন্যা তুমি গার্দার ফাড়ো থাখো,
    আমি মইরলাম জল পিয়াসায় তার নি খবর রাখো।

  • খেলো না

    তুমি যেথায় খুশি সেথায় থাকো,
    ভেড়ামারা বা ভেরোনা।
    দোহাই সখি তোমার আল্লার,
    মন নিয়ে এমন খেলো না।

  • শাসন-শোষণ

    তোমারে হৃদয় রাজ্যের শাসন ভার দিলাম,
    তুমি শোষণ শুরু করলা।

  • তপস্যা

    একটু তোমায় ছোঁব বলে ডুবুরী হলাম মুক্তা ভেবে, চাঁদ ভেবে নভোচারী হলাম;

    অবশেষে জানলাম তুমি নারী, আমি তপস্যায় বসলাম পুরুষ হবো।

  • কাব্য

    মন খারাপের কাব্য তো সব তোমার নামেই লেখা।

  • সিঁদুর

    সবাই ভাবলো লাল টিপ,
    শুধু দু’জনই জানে ওটা সিঁদুর।

  • তোমার গলায় ঐডা কী?

    তোমার গলায় ঐডা কী দেহি তো!
    খোলো ঐডা, ভালবাসার দড়ি বাইন্ধা দেই।

  • ছলনা

    তুমি যা শেখাও আমি শিখি তাই,
    শুধু ছল শিখতে পারি নাই।

  • কে তুমি

    যার পায়ে বাঁধিতে বেড়ী নুপুর হয়ে উঠি…
    যার গলে ফাঁসিতে বকুল হয়ে ফুটি…
    কে সে তুমি কে সর্বনাশী?