Category: দশকিয়া

  • দেওয়ালী

    এই দেওয়ালীতে তুমি আসবে তো আমার ঘরে আলো জ্বেলে?
    আমি ঘর অন্ধকার করে বসে র’বো তোমার আশায়।

  • প্রেম যমুনা

    ​প্রেম যমুনায় উথাল ঢেউ,
    আমি একাই ডুইব্যা মরলাম
    সঙ্গে নাই মোর কেউ।

  • বোঝ না

    তুমি জঙ্গি ভাল বোঝ,
    সঙ্গী বোঝ না।

  • বিনিময়

    তোমার চাই অক্সিজেন, আমার দরকার কার্বন,
    এসো ফিরি বিনিময় প্রথায়।

  • স্থির

    তোমাতেই আমি স্থির,
    তোমাতেই অস্থির।

  • তোর নাম

    আলাদিনের চেরাগ পাইলে তিনবারেই তোর নাম বলিতাম।

  • বসন্ত

    হৃদয় ক্যালেন্ডারে বসন্ত পাতা খেয়ে নিয়েছে উঁই পোকায়,

    সখি, শীত শেষে গ্রীষ্ম আসবে, আসবে না আর বসন্ত।

  • দেখছি তারে অন্তরে

    দুই চোক্ষে দেখি নাই, দেখছি তারে অন্তরে,
    জীবু’দা যেমন দেখছিল বনলতার মুখ আন্ধারে।

  • ঘোর

    তোর ঘোর লাগানো চক্ষু…
    আমি পিপাসার্ত মুসাফির…
    ঐ চোখে ঠান্ডা দীঘির জল…
    আমি তাতে সাঁতার কাটতে অধীর…

  • কষ্ট তুমি

    আমি তো ফেলেই এসেছিলাম সে রথ,
    একাই চলবো বলে বেছেছিলাম নির্জন এ পথ।
    তুমি কেন ডেকে নিলে,
    সঙ্গী হলে?

    বিশ্রামের অযুহাতে একা রাখো,
    এ যে কেমন কষ্ট তুমি জানো না তো!