আমি শব্দ ভেঙ্গে কাব্য করি আর তুমি বলো ঢং!
Category: দশকিয়া
-
বনলতা
অমাবশ্যা রাইতে আমি তোমারে দেখি আন্ধারে…
-
বিশ্বাস
বিশ্বাস ভেঙ্গে যে করে খান খান…
তার জন্যই হৃদয়ে কেন এতো লাগে টান…?
-
বিশ্বাসঘাতক মন
বিশ্বাসঘাতক মন…
যতই বারণ করি মানেনা বারণ…
-
সিয়েরা লিওন
সিয়েরা লিওন চোখে আঙ্গুল দিয়ে বলে…
আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।
-
তোমারে ছাড়া
শখি, তোমারে ছাড়াই তো পার করে এলাম দীর্ঘ্য ২৮টি বসন্ত…
-
বাঁধিনি তোমারে
বাঁধিনি তোমারে, বাঁধিব কিসে…?
আমিই যে ছন্নছাড়া…
-
বসন্ত
ঈশান কোণে তাকিয়ে দেখো সই…
চাঁদটা কেমন উদাসে বলে-
“এমন বসন্ত দিনে তোমার সঙ্গের সাথী কই…?” -
সাম্রাজ্য
এই যে ব্যস্ততম রানী!
তুমি কাহার সাম্রাজ্যে পাহারাধীন নিশ্চিন্ত দুপুরে ঘুমাও?
আমার যে ক্লান্ত দুপুর কাটে তোমার প্রহরী ভেদ কল্পে… -
সিরাজ খুনের ফাঁসি চাই
সিরাজ খুন হবে মির জাফরের হাতে…
এটাই তো ছিল ইতিহাস…