Category: দশকিয়া

  • পণ

    সখি,
    তোরে ছাড়া চায়ের কাপে চুমুক দেব না আর।

  • নিম

    তুমি নিম আমার তেতো স্বাদটাই দেখলে,
    ঔষধী গুণটা দেখলে না।

  • আচরণ

    মাঝরাতে ঘুম ভেঙ্গে যাওয়ার পর ঘুমও তোমার মত আচরণ করে, কিছুতেই ফিরে আসে না।
  • হারাই গিয়ে বঙ্গে

    হারিয়ে যাওয়ার কালেও তোরে যেন পাই সঙ্গে…
    চলনা সখি, হারাই গিয়ে বঙ্গে…
  • তোমাকে চাই

    সকালের নাস্তায় তোমাকে চাই,
    সন্ধ্যা আরতিতে তোমাকে চাই,
    মাঝরাতে দুঃস্বপ্নেও তোমাকে চাই প্রিয়তমা।
  • ভালবাসি

    সখি, “ভালবাসি” শব্দটার অর্থই ভুলে গেছি;
    কত দিন হয় তুমি বল না আর “ভালবাসি”।
  • দায়ভার

    আমার জীবন রাজশাহীর মত মরুভূমি করে দিয়ে তুমি মমতার মত বলে দিলে- এর দায়ভার আমার না।
  • ভজন

    তুমি দেবতায় ভজ না, তুমি ভজ অসুরে।

  • আলো

    যে আমারে বাসবে ভাল, তার ঘরেই জ্বালবো আলো…

  • সিজোফ্রেনিয়া

    আমি তোমার সিজোফ্রেনিয়া হয়ে বাঁচতে চাই…