কাটে না তোমার ঘোর,
কাটে না প্রতীক্ষার প্রহর,
কাটে না রাত,
আসে না ভোর।
কাটে না হারানোর ভয়,
যদি তোমাকে হারাতে হয়,
গোটা পৃথিবী করবো-
ধুসর মরুময়।
কাটে না তোমার ঘোর,
কাটে না প্রতীক্ষার প্রহর,
কাটে না রাত,
আসে না ভোর।
কাটে না হারানোর ভয়,
যদি তোমাকে হারাতে হয়,
গোটা পৃথিবী করবো-
ধুসর মরুময়।
কবিতারাও এবড়ো-থেবড়ো হয়ে যায় প্রেমিকার মুখ আঁধার হলে,
পূর্ণিমার চাঁদও ফিকে হয়ে যায় প্রেমিকার চোখে জল আসিলে।
আজব এই দুনিয়া আজব তাহার রীতি,
যে চলে যায় ছেড়ে তার লাগিয়াই পিরিতি।
তোমার আঁচলে ঘাম মুছিবো,
অদম্য আমার সাধ।
পাওয়া হয়ে গেলে সব, ফুরিয়ে গেলে তীব্র-
যন্ত্রণা তোমাকে না পাওয়ার!
সখি, জ্বালানি কোথায় পাবো বেঁচে থাকার!
#দশকিয়া #ত্রিনেত্র #প্রতীক্ষা #সখি #জ্বালানি
আমি কারো বিনিদ্র রজনীর স্মৃতি হতে চাই না,
যদি পারো, করে নিও তোমার নিদ্রার সাথী।
রফিক আজাদের মতো তোমার প্রতীক্ষায়-
পায়ে শিকড় না গজানো অবধি আমি ঠাঁয় দাড়িয়ে থাকবো।
তুমি আমাকে উপেক্ষা করতে পারলেও, আমার-
প্রতীক্ষাকে উপেক্ষার শক্তি স্রষ্টা তোমাকে দেবেন না।
বাবাদের গায়ে থাকে ঘামের গন্ধ,
তাই বলে কি সব সন্তান লুকায় মায়ের আঁচলে?
বঞ্চিত প্রেমিকের যাতনা,
আর লুন্ঠিত প্রেমিকার বেদনা,
কেউ শুনতে পায় না।