আবেগ এর শিকড় উপড়ে ফেলেছি হৃদয়ের গহীন থেকে,
এখন সেখানে শুধু আলু-পটলের চাষ হয়।
আবেগ এর শিকড় উপড়ে ফেলেছি হৃদয়ের গহীন থেকে,
এখন সেখানে শুধু আলু-পটলের চাষ হয়।
সন্ধ্যা, মোমের বাতি
জানালায় খেক শেয়ালের হাঁক,
ভয়ার্ত তোমার বদনখানি পরম ভরসায়
আমার বুকে সারাটি জনম থাক।
তোমার চোখে মিথ্যাচার_
কেমন করে তোমার চোখে আস্থা রাখি আর…
আমি “হৃদয়” বানান ভুলে গেছি, হৃদয় না থাকলে যা হয়।
সামনের মাসে তোমায় একটা ওড়না কিনে দেবো।
আমার হৃদয়ের ট্রানজিট দিয়ে বয়ে যায় তোমার কোটি টাকার ভালবাসার চালান,
বিনিময়ে আমি পাই এক টাকা।
চাইলে তো শহরের সবগুলো মেয়ের মনে আফিমের মত নেশা ধরিয়ে দিতে পারি,
শুধু তোমায় ভালবাসি বলে ফিরেও তাকাই নি কারো দিকে।
যতবার ফিরে আসে সিরাজ…
ততবার ফিরে আসে মীরজাফর…
কাব্যগুলো সব তোর কাছে জমা দেই,
তুই আমাকে একটি আকাশ দেখিয়ে দে
যে আকাশে কোন মেঘ নেই,
অথবা ব্যকটেরিয়া হীন একটি চুম্বন।
সখি,
এমন করেই পাশাপাশি এক্সট্রা মাইল চলতে চাই,
এমন করেই ‘না বলেও’ ভালবাসি বলতে চাই।