Category: দশকিয়া

  • শিকড়

    আবেগ এর শিকড় উপড়ে ফেলেছি হৃদয়ের গহীন থেকে,

    এখন সেখানে শুধু আলু-পটলের চাষ হয়।

  • ভরসা

    সন্ধ্যা, মোমের বাতি
    জানালায় খেক শেয়ালের হাঁক,
    ভয়ার্ত তোমার বদনখানি পরম ভরসায়
    আমার বুকে সারাটি জনম থাক।

  • আস্থা

    তোমার চোখে মিথ্যাচার_
    কেমন করে তোমার চোখে আস্থা রাখি আর…

  • হৃদয়

    আমি “হৃদয়” বানান ভুলে গেছি, হৃদয় না থাকলে যা হয়।

  • ওড়না

    সামনের মাসে তোমায় একটা ওড়না কিনে দেবো।

  • ট্রানজিট

    আমার হৃদয়ের ট্রানজিট দিয়ে বয়ে যায় তোমার কোটি টাকার ভালবাসার চালান,
    বিনিময়ে আমি পাই এক টাকা।

  • আফিম

    চাইলে তো শহরের সবগুলো মেয়ের মনে আফিমের মত নেশা ধরিয়ে দিতে পারি,
    শুধু তোমায় ভালবাসি বলে ফিরেও তাকাই নি কারো দিকে।

  • সিরাজ-মীরজাফর

    যতবার ফিরে আসে সিরাজ…
    ততবার ফিরে আসে মীরজাফর…

  • কাব্য

    কাব্যগুলো সব তোর কাছে জমা দেই,
    তুই আমাকে একটি আকাশ দেখিয়ে দে
    যে আকাশে কোন মেঘ নেই,
    অথবা ব্যকটেরিয়া হীন একটি চুম্বন।

  • এক্সট্রা মাইল

    সখি,
    এমন করেই পাশাপাশি এক্সট্রা মাইল চলতে চাই,
    এমন করেই ‘না বলেও’ ভালবাসি বলতে চাই।