গল্পটা ওখানেই শেষ হওয়ার কথা ছিল,
কিন্তু পরিচালক চাইলেন গল্পে একটু ভিন্নতা আনবেন।
তাই, হঠাৎ গল্পের নায়িকা নিরুদ্দেশ।
নায়কের কথা বলছেন?
তিনি আর কি করবেন!
বোতল ধরেছেন,
দেবদাস হলেন অবশেষ।
Category: দশকিয়া
-
নায়িকা নিরুদ্দেশ
-
ফাঁকি
তোমার ঠোঁটে এঁকে দিব কলঙ্ক, তারপর সখি-
দেখব কি করে দেও ফাঁকি? -
পপি
নিষিদ্ধ পপি,
অপ্রতিরোধ্য নেশা। -
হৃদয় ছুঁয়ে দেখলে না!
আমার হাত ছুঁয়ে দেখলে,
কপাল-ঠোঁট তা’ও ছুঁয়ে দেখলে,
সখি, একবার হৃদয় ছুঁয়ে দেখলে না! -
হৃদয়
তোমার হাত ছুঁইলাম, কপাল ছুঁইলাম,
শুধু হৃদয় ছুঁয়ে দেখা হলো না। -
বিচার চাই
মানুষ হতে চাই নি কখনো,
তবু ঈশ্বর ও রমণীর ষড়যন্ত্রে এ মনুষ্য জনম।
তোদের এ মনুষ্য শহরে আমি বড়ই বেমানান,
তাই ঈশ্বরের আদালতে বিচার চাই-
ঈশ্বর ও রমণীর।
অথবা পুনঃ জনম চাই-
সাদা বক বা খেক শেয়াল হয়ে।। -
শিউলী
এভাবেই চলে যেও না,
ভোরটা হতে দাও-
ভোরের আলোয় একটু তোমায় দেখি। -
সিনিয়র
দুই বৎসরের সিনিয়র তাই আপু,
প্রেম কি বয়স বাঁধা মানে বাপু?
-
অধিকার
বাঁচার অধিকার তেমন-
আন্দোলিত হোক,
চা বাগিচার কলি যেমন-
নতুন হাওয়ায় আন্দোলিত হয়।
-
লাশ
মরে গেলেই তো আমি আর ‘আমি’ নাই,
আমি হয়ে গেছি লাশ!