ত্রাণ নয় সখি, আমি আমার ন্যায্য প্রেম চাই।
Category: দশকিয়া
-
স্মৃতিস্থির
আন্তনগর রেল এর মত দ্রুত গতিতে বন্ধুদের বয়স বেড়ে যায়,
আমিই শুধু বিয়ারিং এর খেলনা গাড়ীর মত র’ই-
যেখানে ছিলাম সেখানেই। -
একাকার
তোর রক্ত-মাংসে মিশে যাবো বলেই,
এ জনমে জন্মেছি মানুষ হয়ে। -
উত্তর-দক্ষিন
সখি, তোমার বাড়ীর উত্তরের রাস্তায় প্রেম ছিটাইলাম
আর তুমি কিনা প্রেম খুঁজে যাও দক্ষিনের সমুদ্রে!
#সখি #প্রেম #উত্তর #দক্ষিন #সমুদ্র #রাস্তা -
মানুষ
মানুষে মানুষেই ভালোবাসা হয়,
মানুষে মানুষেই হয় খুন।#মানুষ #ভালোবাসা
-
ভান
এভাবেই তুমি না বোঝার ভান করো,
আমিও ভান করি।
যেন তুমি বুঝতে পেরেছো তা আমি বুঝি নি,
এভাবেই দূরের তুমি, দূরেই র’য়ে যাও।
আমি দূর থেকে চেয়ে থাকি,
আর এভাবেই-
চাঁদের মত তোমায় নিয়ে কাব্য লিখি। -
ঐশী
ঐশী, সেই অভাগার নাম,
এতিম হওয়ার সাথে জুটলো-
পিতৃ-মাতৃ খুনের বদনাম। -
রতোরমেলা
রতোরমেলার দিন হিরবার দেখা অইবো কইছলায়, কইছলায় ফুরকির দকিন বাজুত থাখতাম।
এরে, হুনরায় নি? তুমি তো আইলায় না, আমি হারা দিন ফুরকির দকিন বাজুত থাখলাম।
#রথ #মেলা #দশকিয়া #দ্বিপক্ষ -
বয়সের কী দোষ?
সম বয়সী তুই,
ভালবাসবি না তাই।
এ কেমন কথা?
বয়সের কী দোষ?
বয়সে কি আসে যায়?
পেয়েছিস তুই কোথায়-
এ আজগুবি প্রথা? -
নারী
নারীর চুলের আগা থেকে
পায়ের ধুলোবধী প্রেম।
সে প্রেমে যে পুরুষ ধরা পড়ে না-
সে পুরুষ নিখাঁদ পুরুষ নয়।