আন্তর্জালে নয়, জড়াতে চেয়েছিলাম সখি তোমার বাহুতে।
#একাশশী #দশকিয়া #সখি #আন্তর্জাল #বাহু
Category: দশকিয়া
-
বাহু
-
ভালোবাসি ভালোবাসি
বৃষ্টির শেষে রামধনুর এ প্রান্ত থেকে ও প্রান্তে তোমাকে বার্তা পাঠাবো।
সে চিঠিতে লেখা থাকবে ভালোবাসি ভালোবাসি। -
অধিকার
প্রিয়তমেষু, তোমাকে নাম ধরে ডাকবার অধিকার চাই।
-
সুদিনের প্রতীক্ষা
সখি, বিরহের এ প্রহর ক্ষণিকের-
এই মহামারি কেটে যাবে,
তোমার শহরে হুড খোলা রিক্সায়-
ভিজবো দু’জন ঝুম বৃষ্টিতে। -
প্রাকৃতিক প্রেম
এই ভেজালের যুগে প্রিয়তমেষু কেবল-
আমার কাছেই পাবে প্রাকৃতিক প্রেম।
নির্ভেজাল ভালোবাসা। -
সমর্পণ
আমার শূন্যতা তোমায় কুঁড়ে কুঁড়ে খাবে-
তা আমার সহ্য হবে না প্রিয়তমেষু,
তাই আমাকেই আমি সঁপে দিলাম তোমার হাতে।
তুমি আমাকে আগলে রাখবে তো?
নাকি অন্য সব মানুষের মতো,
অন্য সব নারীর মতো তুমিও,
তুমিও, একবার পেয়ে গেলে আমাকে,
আমাকে মনে হবে বিরাণ ভূমি?
আমাকে মনে হবে ভাঙ্গা কুলা? -
সখি
সখি,
লিপস্টিকে না হয় ঠোঁট লুকালে,
চোখ লুকালে রোদ চশমায়,
মন লুকাবে কিসে!#সখি #লিপস্টিক #ঠোঁট #চোখ #চশমা #মন
-
বিলীন
লেটো গানের দলে মিশে যাবো,
মিশে যাবো কোন এক স্রোতধারায়।#বিলীন #লেটো #গান #স্রোত
-
বাংলা
কচুরিপানা, শাপলা-শালুক,
তার মাঝে ভেসে ওঠে বাংলার মুখ।#বাংলা #কচুরিপানা #শাপলা #শালুক
-
ভালবাসি ভালবাসি
হারিয়ে যাবো বলেই এ শহরে এসেছি,
যাবার আগে রুপসী তোমাকে ভালবাসি বলতে চাই।#ভালোবাসা #রুপসী #শহর