Category: দশকিয়া

  • স্বাধীন

    ছেলেটির নাম ছিল স্বাধীন,
    কোনও একদিন ছাত্রলীগের-
    স্বাধীনতাকামীরা তাকে অধীকার করে নিল।
    
    সেই থেকে তার মা স্বাধীনতাহীন,
    সেই থেকে একটি দেশ এক দুঃখী মায়ের আবাসস্থল।
  • প্রেম

    জগতের সব প্রেম আমার উপর ভর করুক, আমি প্রেমের জলে ডুবে মরতে চাই।
  • কাঁটা

    ক্যাকটাসের কাঁটার মতো-
    বিঁধে যাবো হৃদয়ে তোমার,
    একটু এদিক-সেদিক করলেই দেখবে
    বুকের বাঁয়ে ব্যথার পাহাড়।
    
    #ক্যাকটাস #কাঁটা #হৃদয় #পাহাড়
  • ভাঙ্গা কুলা

    সময় শেষে ভাঙ্গা কুলা সবাই ফেলে দেয়,
    কেউ বা তারে বুঝতে পারে,
    বোকা যেসব লোক এ ধরে-
    অবুঝ রয়ে যায়।।
    #কুলা #চতুর্বেদ #দশকিয়া
  • প্রেম

    প্রেম জাঁকিয়ে আসে,
    নীরবে প্রস্থান করে-
    আর রেখে যায় একরাশ
    সর্বনাশ।
    #প্রেম #সর্বনাশ #দশকিয়া #চতুর্বেদ
  • স্বীকারোক্তি

    এই যে আমি হারাইয়া যাইতেছি,
    আমারে অসুখে পাইতেছে।
    তুমি তার খোঁজ নিবা না?
    
    তুমিই তো আমার সকল অসুখের,
    সকল হারাইয়া যাওয়ার জন্য দায়ী।
    তোমার এ সব অপরাধের দায় নিবা না?
    
    সখি, আইসিসও তো তাদের অপকর্মের
    দায় স্বীকার করে।
    কেউ জানে না-
    তুমি তো আইসিসের চেয়েও ভয়ঙ্কর।
    
    #সখি #অসুখ #দায়ভার #আইসিস #খোঁজ #অপরাধ #অপকর্ম #ভয়ঙ্কর #দশকিয়া #দশদিগন্ত
  • তুমিই

    তোমার চোখেই আশ্রয় সখি,
    তোমার চোখেই সর্বনাশ।
    তুমিই আমার কাব্য সখি,
    তুমিই ছাইপাশ।
  • তুমিই

    তুমিই আমার সুরা সখি,
    তুমিই ধুম্রজাল।
    তুমিই আমার আশা সখি,
    তুমিই আমার কাল।
  • তৃষ্ণা

    তব তৃষ্ণায় বুক ফেটে যায় সখি,
    তুমি কবে বৃষ্টি হয়ে ঝড়বে আমার গায়?
    আকুল হয়ে বসে আছি তোমার প্রতীক্ষায়।

    #তৃষ্ণা #সখি #বৃষ্টি #প্রতীক্ষা

  • প্রতীক্ষা

    প্রেমিকাদের জন্য প্রেমিকদের-
    এক অফুরন্ত প্রতীক্ষা, হোক-
    সে জীবনানন্দ দাশ, রফিক আজাদ
    বা অখ্যাত জয় কল্যাণ।

    #চতুর্বেদ #দশকিয়া #প্রেমিকা #প্রেমিক #প্রতীক্ষা #জীবনানন্দদাশ #রফিকআজাদ