Category: দশকিয়া

  • লিজা

    ৩ হাজার বছর পর যখন ঈভ এর সাথে আমার প্রথম দেখা হলো,
    তখন তাঁকে জিজ্ঞেস করলাম তুমি কে?
    সে বললো আমি লিজা।

    #লিজা #ঈভ #আদম #স্বর্গ #পৃথিবী

  • স্বর্গ

    আপনারা ঘটনাটা কী রকম শুনেছেন জানি না,  তবে আসল ঘটনাটা আজ বলছি।
    
    আমি যখন স্বর্গ ভ্রমন করছিলাম, এমন সময় গেব্রিয়েল এসে বললো- ঈশ্বর আপনাকে তলব করেছেন।
    আমি ঈশ্বরের সামনে গেলে তিনি বললেন - আদম, তোমাকে পৃথিবীতে যেতে হবে।
    আমি বললাম - আমি স্বর্গ ছেড়ে পৃথিবীতে যেতে চাই না।
    ঈশ্বর তখন বললেন - তুমি যদি আমার বাধ্য হও তবে ৩০০০ বছর পর আমি তোমার জন্য পৃথিবীকেই স্বর্গ বানিয়ে দিবো।
    আমি ঈশ্বরের থেকে বিদায় নিয়ে পৃথিবীতে বিচরণ করেছি, ৩০০০ বছর পর ঈভের সাথে আমার প্রথম দেখা।
    
    #ঈভ #আদম #স্বর্গ #পৃথিবী #ঈশ্বর
  • সাফ কবলা

    তোমাকে হয়তো কোন আইল্যান্ড কিনে দিতে পারবো না,
    কিন্তু সখি গোটা বুকটা লিখে দিলাম তোমার নামে।
    
    #সাফকবলা #আইল্যান্ড #সখি #বুক #নাম
  • দাওয়াই

    আমার মাথা ব্যথার কারন তুমি
    সখি, তুমিই তাহার দাওয়াই।
    তোমার চোখের আগুনে জ্বলি
    সেই আগুনে দুঃখ পোহাই।
    
    #দশকিয়া #চতুর্বেদ #দাওয়াই #মাথা #ব্যথা #তুমি #সখি #চোখ #আগুন #দুঃখ
  • মাদক

    মাদক মামলায় তোমাকে গ্রেফতার করা হচ্ছে না কেন প্রিয়তমেষু?
    তোমার চোখ জুড়ে যে মাদক, তাতে আমি নেশাতুর হয়ে যাই।

    #মাদক #মামলা #গ্রেফতার #প্রিয়তমেষু #চোখ #নেশা #নেশাতুর #দশকিয়া #দ্বিপক্ষ

  • সুখ

    দিন শেষে তোমার হাসিমুখ
    আমার হৃদয় জুড়ে সুখ।

    #দিন #মুখ #হাসি #হৃদয় #সুখ

  • বেদনা

    হৃদয় খুঁড়ে ভালোবাসা বের করে নিয়ে-
    সেখানে ঢেলে দিলে এক সুদীর্ঘ বেদনার নদী,
    প্রিয়তমেষু আমার, তোমার দেয়া এ বেদনা
    আমি পরম ভালোবাসায় রাখবো মৃত্যুবধী।
    
    #হৃদয় #ভালোবাসা #নদী #প্রিয়তমেষু #বেদনা #মৃত্যু #দশকিয়া #চতুর্বেদ
  • অর্চনা

    হৃদয়ের মন্দিরে কোন শাটডাউন নেই,
    দেবী, সেখানে তোমার অর্চনা চলবেই।
    
    #অর্চনা #হৃদয় #মন্দির #শাটডাউন #দেবী #দ্বিপক্ষ #দশকিয়া #অন্যপ্রেমেরগান
  • ঠোঁট

    ঠোঁট খেতে মন চাইছে, আইসক্রিম কামড়ে খাওয়ার মত করে-
    গোলাপের মত রক্তাক্ত নরম উষ্ণ রমণীয় ঠোঁট,
    যে ঠোঁটে থাকবে একাধারে এ্যাস্প এর বিষাক্ততা-
    ও জমজমের বিশুদ্ধতার মাখামাখি।
    
    #ঠোঁট #চতুর্বেদ #দশকিয়া #আইসক্রিম #গোলাপ #রক্তাক্ত #রমণী #এ্যাম্প #বিষাক্ত #জমজম #বিশুদ্ধ
  • রাজাকার

    সিরাজের খুনি যে?
    রাজাকার সে রাজাকার,
    যমুনার খুনি কে?
    রাজাকার সে রাজাকার।
    
    #যমুনা #রাজাকার #সিরাজশিকদার #চতুর্বেদ #দশকিয়া #খুনি