জয়ার চোখ দুটি লাল,
একটুও ঘুম হয় নি কাল;
সারাটা রাত পাশে ছিল কেউ।
স্বপ্নে আরও কত কি হয়!
আকাশে ভাসা যায়,
হাত ধরে পাড়ি দেয়া যায় সহস্র কঠিন ঢেউ।
Category: ষড়ঋতু
-
স্বপ্ন
-
কষ্ট তুমি
আমি তো ফেলেই এসেছিলাম সে রথ,
একাই চলবো বলে বেছেছিলাম নির্জন এ পথ।
তুমি কেন ডেকে নিলে,
সঙ্গী হলে?বিশ্রামের অযুহাতে একা রাখো,
এ যে কেমন কষ্ট তুমি জানো না তো! -
স্বপ্ন স্বাধীনতা
স্বপ্ন দেখি তোমায় পাওয়ার হে স্বাধীনতা…
স্বপ্ন দেখি শহীদের রক্ত যাবেনা বৃথা…
স্বপ্ন দেখি সালাম, মতিউর, মতিউল, কাদেরের চোখে…
স্বপ্ন দেখি একদিন স্বপ্ন সত্যি হবেই তোমরা নিও দেখে…
আমরাই দিয়ে যাবো এই রক্তের প্রতিদান…
আমাদের দেহে যে এই রক্তই বহমান….