Category: মহাষ্টমী

  • ডিসি হিল

    তোমার চোখের প্রথম জলের স্বাক্ষী ডিসি হিল ,
    আমার প্রেমের প্রথম সত্যের স্বাক্ষী ডিসি হিল।

    ডিসি হিল স্বাক্ষী আমাদের বিরহের,
    আমাদের ছিন্নিভিন্ন হয়ে যাওয়া সংসারের।

    বেদেনি মেয়ের কাছে বোকা বনে যাওয়ার স্বাক্ষী ডিসি হিল,
    তেড়ে আসা কুকুরের দাবড়ানির স্বাক্ষী ডিসি হিল।

    ডিসি হিল স্বাক্ষী আমাদের ওজন বেড়ে যাওয়ার,
    অভিমান ভেঙ্গে বুকের ভিতর মিশে যাওয়ার।

  • ভয়

    কাটে না তোমার ঘোর,

    কাটে না প্রতীক্ষার প্রহর,

    কাটে না রাত,

    আসে না ভোর।


    কাটে না হারানোর ভয়,

    যদি তোমাকে হারাতে হয়,

    গোটা পৃথিবী করবো-

    ধুসর মরুময়।

  • আজ তোমার মন খারাপ মেয়ে

    তোমার মাথা ব্যথায় নাপা হবো
    গ্যাস্ট্রিকে হবো আদা,
    তোমার মন খারাপে ভাঁড় হবো
    গন্ডার-গরু-গাধা।

    তুমি হাসলে বাগান হয় যে
    ফুলে ফুলে ভরপুর,
    তোমার মন খারাপে অন্ধকারে
    ছায়; যদিও দিন দুপুর।

    #মেয়ে #মন #খারাপ #ব্যথা #নাপা #গ্যাস্ট্রিক #আদা #ভাঁড় #গন্ডার #গরু #গাধা #হাসি #বাগান #ফুল #অন্ধকার #দিন #দুপুর