আছি?
এক্কাদোক্কা খেলার মতো চোখ বন্ধ করে, আকাশের দিকে মুখ করে, এক পা এক পা করে তোমার দিকে আগাচ্ছি। আর নিজেই নিজেকে একটু পর পর জিজ্ঞেস
এক্কাদোক্কা খেলার মতো চোখ বন্ধ করে, আকাশের দিকে মুখ করে, এক পা এক পা করে তোমার দিকে আগাচ্ছি। আর নিজেই নিজেকে একটু পর পর জিজ্ঞেস
কণ্যা, এতো রাগ কিসের? হয়েছে তো সামান্য একটা ভুল!কথা দিচ্ছি,চুলের খোঁপায় রোজ গুঁজে দেবো,একশত ঘাস ফুল।
সন্ধ্যা, মোমের বাতি,জানালায় খেক শেয়ালের হাঁক,ভয়ার্ত তোমার বদনখানি পরম- ভরসায়,আমার বুকে সারাটি জনম থাক।
ভাটিতে সমুদ্র যদিও,আমার গন্তব্য-তুমি পাহাড়। সখি, তাই তো আমার-এই উজানে সাঁতার। #গন্তব্য #ভাটি #সমুদ্র #সখি #পাহাড় #উজান #সাঁতার #দশকিয়া #পঞ্চখন্ড
মাথায় প্রমান সাইজের টাক,চুলে ধরেছে পাক।হাতে উঠি উঠি করে ছড়ি। তখনো আমি বারবার-তোমার প্রেমে পড়ি।
ছেলেটির নাম ছিল স্বাধীন, কোনও একদিন ছাত্রলীগের- স্বাধীনতাকামীরা তাকে অধীকার করে নিল। সেই থেকে তার মা স্বাধীনতাহীন, সেই থেকে একটি দেশ এক দুঃখী মায়ের আবাসস্থল।
মেয়েটির নাম নদী,পাহাড়কে ধোঁকা দিয়েসে নিজেকে সঁপেছে সাগরের কাছে।তারই দুঃখে পাহাড় কেঁদে যায়,তোমরা তাকে ঝর্ণা বলো।
মতাদর্শ ভিন্ন যদি, ক্যামনে বাইলা প্রেমের নদী? ক্যামনে সঁপিলা অন্তর? ভুল মানুষের প্রেমে নয়, ভুল ছিল মন তোর…
ছেলেটির নাম ছিল স্বাধীন… কোনও একদিন ছাত্রলীগের… স্বাধীনতাকামীরা তাকে অধীকার করে নিল… সেই থেকে তার মা স্বাধীনতাহীন… সেই থেকে একটি দেশ এক দুঃখী মায়ের আবাসস্থল…
রবি | সোম | ম | বুধ | বৃহ. | শু. | শনি |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | 30 |
সর্বস্বত্ব অসংরক্ষিত (পাগলা কপিরাইট)