ꠎꠄ ꠇꠟ꠬ꠟꠣꠘ

সমর্পণ

আমার শূন্যতা তোমায় কুঁড়ে কুঁড়ে খাবে-তা আমার সহ্য হবে না প্রিয়তমেষু,তাই আমাকেই আমি সঁপে দিলাম তোমার হাতে।তুমি আমাকে আগলে রাখবে তো?নাকি অন্য সব মানুষের মতো,অন্য

গাহি সাম্যের গান

সাদামাটা কথায় কবিতা হয় না… আর দুর্বোধ্য কবিতা শিহরণ জাগাতে পারে না… তাই সহজ ভাষায় বলি- গাহি সাম্যের গান… অধর্ম কবে এনেছে শান্তি…? এক করেছে

জাতিস্মর

মনে পড়ে তোমার? তুমি ছিলে কচুরিপানার ফুল আর আমি ছিলাম ডাহুক ছানা। এক কিশোরী তোমায় ছিঁড়তে এলে আমি বাঁধা দিলাম। কে যেন এক বিশাল পাথর

প্রেমিকা তুমি

প্রেমিকা তুমি প্রেমিকা হও… অষ্টাদশী বা অষ্টাশি… তুমি প্রেমিকা হও, নিখাঁদ প্রেমিকা। প্রেমিকা তুমি প্রেমিকা হও… তুমি হও জুলেখা বা রাধা… তোমার বুকে ফুটুক গোলাপ-জবা-গাঁদা…