সবুজ রঙ এর চা যদি লাল হয়ে যেতে পারে;
পর্তুগীজ মেয়ে, তুমি কেন আমার হবে না!
Category: দ্বিপক্ষ
-
পর্তুগীজ মেয়ে
-
বাঁশ
অনেক বেসেছি ভাল,
করেছি প্রেমের চাষ।
ফসল তুলতে যেয়ে দেখি
সবই ছিল বাঁশ।
-
বন্ধ
সেল বাজার বন্ধ, বিক্রয় ডটকম পেইড হয়ে গেছে,
ভাঙ্গা হৃদয় বিক্রীর সবগুলো রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। -
নিম
তুমি নিম আমার তেতো স্বাদটাই দেখলে,
ঔষধী গুণটা দেখলে না। -
হারাই গিয়ে বঙ্গে
হারিয়ে যাওয়ার কালেও তোরে যেন পাই সঙ্গে…চলনা সখি, হারাই গিয়ে বঙ্গে… -
ভালবাসি
সখি, “ভালবাসি” শব্দটার অর্থই ভুলে গেছি;কত দিন হয় তুমি বল না আর “ভালবাসি”। -
বিশ্বাস
বিশ্বাস ভেঙ্গে যে করে খান খান…
তার জন্যই হৃদয়ে কেন এতো লাগে টান…?
-
বিশ্বাসঘাতক মন
বিশ্বাসঘাতক মন…
যতই বারণ করি মানেনা বারণ…
-
বাঁধিনি তোমারে
বাঁধিনি তোমারে, বাঁধিব কিসে…?
আমিই যে ছন্নছাড়া…
-
সিরাজ খুনের ফাঁসি চাই
সিরাজ খুন হবে মির জাফরের হাতে…
এটাই তো ছিল ইতিহাস…