Category: দ্বিপক্ষ

  • নিষেধ

    রমজানে ভালবাসতে নিষেধ নাই,
    সখি চল, ভালবাসার পাঙ্খা উড়াই।

  • প্রেমিকা

    আমি জেনে গেছি তুমি প্রেমিকা নও,
    প্রেমিকার চোখে মান থাকে, রাগ থাকে না।

  • শিল্প

    এমন করে পান খায় সে,
    যেন পান খাওয়াটা একটা শিল্প।

  • মিশে যাব তোমাতে

    তেমন করে আমি তোমাতে মিশে যাব একদিন,
    কবরের লাশ যেমন মিশে যায় মাটিতে।

  • সখির লম্বা নখ

    ক্লিওপেট্টার যতটা সৌন্দর্যের সুনাম আমার মতে তা অতি রঞ্জণ,
    আমার কাছে বরং সখির লম্বা নখই বেশী সুন্দর।

  • বন্ধু যখন শত্রু

    আলোতে বন্ধু, সন্ধ্যার পরে জম,
    পুলিশকে বিশ্বাস করা যায় না একদম।

  • সখি

    ভালয় ভালয় বেরিয়ে এসো সখি,
    নাহলে জঙ্গি বলে ধরিয়ে দেব।

  • পারি দেব তেপান্তর

    কোন এক বৈশাখী ঝড়ে ভাঙবে আমাদের ঘর,
    দু’জন এক সাথে পারি দেব তেপান্তর।

  • চল ভাগি

    বৈশাখের এই পহেলা রাতে চল ভাগি,
    একটু পরেই চাঁদ উঠবে, চাঁদের সাথে রাত জাগি।

  • বঙ্গভূমি

    আজব আমার বঙ্গভূমি, আহা কী বেশ!
    যাকে চিনি না, বলে দিলাম সে নিরুদ্দেশ।