যতবার ফিরে আসে সিরাজ…
ততবার ফিরে আসে মীরজাফর…
Category: দ্বিপক্ষ
-
সিরাজ-মীরজাফর
-
এক্সট্রা মাইল
সখি,
এমন করেই পাশাপাশি এক্সট্রা মাইল চলতে চাই,
এমন করেই ‘না বলেও’ ভালবাসি বলতে চাই। -
তাহার খবর
তার পানের স্টকের কী খবর জানি না,
চায়েই আছে নাকি কফির প্রেমে মজেছে তাও জানি না। -
খেলা
সেমিতে উঠে গেছি সখি শুনছো?
এক সাথে খেলা দেখার প্রস্তাবটা এবার দিয়ে দিতে পার। -
দাম
চালের দাম বাড়লে বাড়ুক,
তবু ভরসায় কমতি হবে না। -
আঁচল
তোমার আঁচলে ঘাম মুছিবো,
অদম্য আমার সাধ। -
সময়
সময়টাই খেয়ে দিল সব,
অথচ আরো শ’খানেক বছর আমার কিশোর মন খেলা করতে চায়। -
ফিল্টার
সখি, ফিল্টার করে ফেলেছি হৃদয়ে,
এখন আর তোমার দেয়া দুঃখগুলো মিশতে পারে না রক্তে। -
নিছক
নিছক গল্পচ্ছলে হলেও ভালবাসিস,
নিছক কল্পনা হলেও কাছে থাকিস। -
ভালবাসা
ভালবাসতে গিয়া শুনি ভালবাসার বাজার ভাল না,
বেচতে চার আনা আর কিনতে চাইলে ষোল আনা।