Category: দ্বিপক্ষ

  • লাশ

    মরে গেলেই তো আমি আর ‘আমি’ নাই,

    আমি হয়ে গেছি লাশ!

  • কিডন্যাপ

    কিডন্যাপ হয়ে গেছে মন,
    এই জীবনে হবে না আদায় মুক্তিপণ।

  • মুখোমুখি

    দুই কাপ কফি
    আবার হবে সখি,
    আবার কোন দিন
    তুমি-আমি আর সন্ধ্যা মুখোমুখি।

  • একজন প্রেমিকা চাই

    জগত জুড়ে ৪’শ কোটি গার্লফ্রেন্ড-
    কিন্তু, আমি একজন প্রেমিকা চাই।

  • শুনানী

    একজন খুনী বা ধর্ষক আদালতে দাঁড়িয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পায়,

    কিন্তু একজন প্রেমিকের ফাঁসি হয় কোন প্রকার শুনানীবিহীন।

  • মমতাময়ী

    তুমি রাখলে পা, সাগর জল হয় মিষ্টি;
    তুমি ওগো মমতাময়ী খোদার সেরা সৃষ্টি।

  • শিকড়

    আবেগ এর শিকড় উপড়ে ফেলেছি হৃদয়ের গহীন থেকে,

    এখন সেখানে শুধু আলু-পটলের চাষ হয়।

  • আস্থা

    তোমার চোখে মিথ্যাচার_
    কেমন করে তোমার চোখে আস্থা রাখি আর…

  • ট্রানজিট

    আমার হৃদয়ের ট্রানজিট দিয়ে বয়ে যায় তোমার কোটি টাকার ভালবাসার চালান,
    বিনিময়ে আমি পাই এক টাকা।

  • আফিম

    চাইলে তো শহরের সবগুলো মেয়ের মনে আফিমের মত নেশা ধরিয়ে দিতে পারি,
    শুধু তোমায় ভালবাসি বলে ফিরেও তাকাই নি কারো দিকে।