Category: দ্বিপক্ষ

  • স্বাধীনতা

    রমজানে একটাই মোর চাওয়া হে খোদা,
    বাঙ্গালীরে দাও স্বাধীনতা।

  • সোনালী ডানার চিল

    কাল ঘুম থেকে উঠবো খুব তাড়াতাড়ি……
    কথা দিয়েছে সে কাল ভোরে আসবে আমার বাড়ী…..

  • একাকার

    তোর রক্ত-মাংসে মিশে যাবো বলেই,
    এ জনমে জন্মেছি মানুষ হয়ে।

  • উত্তর-দক্ষিন

    সখি, তোমার বাড়ীর উত্তরের রাস্তায় প্রেম ছিটাইলাম
    আর তুমি কিনা প্রেম খুঁজে যাও দক্ষিনের সমুদ্রে!


    #সখি #প্রেম #উত্তর #দক্ষিন #সমুদ্র #রাস্তা

  • মানুষ

    মানুষে মানুষেই ভালোবাসা হয়,
    মানুষে মানুষেই হয় খুন।

    #মানুষ #ভালোবাসা

  • রতোরমেলা

    রতোরমেলার দিন হিরবার দেখা অইবো কইছলায়, কইছলায় ফুরকির দকিন বাজুত থাখতাম।
    এরে, হুনরায় নি? তুমি তো আইলায় না, আমি হারা দিন ফুরকির দকিন বাজুত থাখলাম।

    #রথ #মেলা #দশকিয়া #দ্বিপক্ষ

  • ফাঁকি

    তোমার ঠোঁটে এঁকে দিব কলঙ্ক, তারপর সখি-
    দেখব কি করে দেও ফাঁকি?

  • পপি

    নিষিদ্ধ পপি,
    অপ্রতিরোধ্য নেশা।
  • হৃদয়

    তোমার হাত ছুঁইলাম, কপাল ছুঁইলাম,
    শুধু হৃদয় ছুঁয়ে দেখা হলো না।

  • সিনিয়র

    দুই বৎসরের সিনিয়র তাই আপু,

    প্রেম কি বয়স বাঁধা মানে বাপু?