দিন শেষে তোমার হাসিমুখ
আমার হৃদয় জুড়ে সুখ।
#দিন #মুখ #হাসি #হৃদয় #সুখ
Category: দ্বিপক্ষ
-
সুখ
-
অর্চনা
হৃদয়ের মন্দিরে কোন শাটডাউন নেই, দেবী, সেখানে তোমার অর্চনা চলবেই। #অর্চনা #হৃদয় #মন্দির #শাটডাউন #দেবী #দ্বিপক্ষ #দশকিয়া #অন্যপ্রেমেরগান
-
ভালোবাসি ভালোবাসি
বৃষ্টির শেষে রামধনুর এ প্রান্ত থেকে ও প্রান্তে তোমাকে বার্তা পাঠাবো।
সে চিঠিতে লেখা থাকবে ভালোবাসি ভালোবাসি। -
বিলীন
লেটো গানের দলে মিশে যাবো,
মিশে যাবো কোন এক স্রোতধারায়।#বিলীন #লেটো #গান #স্রোত
-
বাংলা
কচুরিপানা, শাপলা-শালুক,
তার মাঝে ভেসে ওঠে বাংলার মুখ।#বাংলা #কচুরিপানা #শাপলা #শালুক
-
ভালবাসি ভালবাসি
হারিয়ে যাবো বলেই এ শহরে এসেছি,
যাবার আগে রুপসী তোমাকে ভালবাসি বলতে চাই।#ভালোবাসা #রুপসী #শহর
-
দানব
মগজে গাঁথা ধর্মের কিংবা জাতীয়তার তীর,
নিরীহ মানুষ দানব মগজে হিংস্রগুলো বীর।#জাতীয়তা #তীর #ধর্ম #মানুষ #দানব #বীর #মগজ
-
তিথী
এসো সখি, চোখের ভিতর আকাশ; আকাশে ডানা মেলে উড়ে বেড়াও-
ভালবাসিবার এমন সুযোগ হয়তো আর হবে না। -
প্রশ্ন বোধক চিহ্ন
একটি বাক্যের শেষে প্রশ্ন বোধক চিহ্ন,
কবে পাবো স্বাধীনতা? -
দারিদ্র
হে দারিদ্র, জানি না কি আছে মোদের,
কেন ছাড়ছো না তুমি এ বঙ্গবাসীর পিছু।