Category: দ্বিপক্ষ

  • গুজব

    গুজব রটেছে প্রিয়ে-
    তোমাতে-আমাতে নাকি চলছে কঠিন প্রেম।

  • চাহিদা

    সখির চাই শাড়ী-চুড়ি, চুলের খোঁপা,
    কবির চাই কাব্য লেখার বিরহ।
    
    #চাহিদা #শাড়ী #চুড়ি #চুল #খোঁপা #কবি #কবিতা #কাব্য #বিরহ #লেখা
  • আশ্রয়

    হ্যারে জিগাইলাম- আমার লাইগা জীবন দিবার পারবা?
    কয়- না, আমি তোমারে লইয়া একখান জীবন পার করবার চাই, মরণের কালে তোমারে লইয়াই মরবার চাই।

    #আশ্রয় #জীবন #মৃত্যু #মরণ #সুখ
  • আশ্রয়

    হ্যারে জিগাইলাম, তুমি কি বনলতা সেন হইবা?
    কয়- না, আমি তোমারে দুই দন্ডের সুখ দিবার চাই না। আজীবন তোমারে আগলাইয়া রাখুম।
    
    #আশ্রয় #বনলতাসেন #সুখ #জীবন
  • হাওয়া

    হাওয়াকে না পেলে আত্মহত্যা করবে আদম,
    তাহার কাছে হাওয়াই স্বর্গ, হাওয়াই গন্ধম।

    #হাওয়া #ঈভ #আদম #এডাম #স্বর্গ #গন্ধম

  • প্রথম দেখা

    তাকে জিজ্ঞেস করলাম এসেই পোষাক খুলছো, ঘটনা কী?
    সে বললো এডামের সাথে ঈভের দেখা হয়েছিলো পোষাকবিহীন।

    #ঈভ #এডাম #হাওয়া #আদম #পোষাক #কাপড়

  • তোমার মন ভালো হয়ে যাক

    তোমার মন খারাপের ক্ষণগুলো কেটে যাক আলোর গতিতে,
    সুখের ক্ষণ হোক বেহেস্তি শতবর্ষের সমান।
    
    #তোমার #মন #খারাপ #ক্ষণ #আলো #গতি #সুখ #বেহেস্ত #বর্ষ
  • তুমি হাসলে

    তুমি হাসলে আমার পৃথিবী হয়ে ওঠে আটলান্টিকের মতো উত্তাল,
    আর তুমি কাঁদলে আমার পৃথিবী আটলান্টিসের মতো হারিয়ে যায় গভীর জলে।

    #তুমি #হাসি #পৃথিবী #আটলান্টিক #উত্তাল #কান্না #আটলান্টিস #জল #সমুদ্র

  • সাফ কবলা

    তোমাকে হয়তো কোন আইল্যান্ড কিনে দিতে পারবো না,
    কিন্তু সখি গোটা বুকটা লিখে দিলাম তোমার নামে।
    
    #সাফকবলা #আইল্যান্ড #সখি #বুক #নাম
  • মাদক

    মাদক মামলায় তোমাকে গ্রেফতার করা হচ্ছে না কেন প্রিয়তমেষু?
    তোমার চোখ জুড়ে যে মাদক, তাতে আমি নেশাতুর হয়ে যাই।

    #মাদক #মামলা #গ্রেফতার #প্রিয়তমেষু #চোখ #নেশা #নেশাতুর #দশকিয়া #দ্বিপক্ষ